X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘জেমি ডে মানে বাড়তি অনুপ্রেরণা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৮:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৮:৩২

কাতারে বাংলাদেশ ফুটবল দল নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর থেকে করোনা পজিটিভ হয়ে হোটেলে সময় কাটছে বাংলাদেশ কোচ জেমি ডের। তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস কাতারে জামাল ভূঁইয়াদের অনুশীলনের দায়িত্বে আছেন। ডে-কে ছাড়া ঠিকঠাক অনুশীলন চললেও কোথায় যেন কিছুটা খামতি থেকে যাচ্ছে। অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেছেন, ‘জেমি ডে মানেই বাড়তি অনুপ্রেরণা।’

হোটেলে আটকে থাকা ডে মাঝের দুই দিন ভুগেছেন পেটের সমস্যায়। সোমবার আবারও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আগামীকাল নেগেটিভ ফল এলেই তিনি দোহাগামী বিমানে চড়বেন। সেখানে খেলোয়াড়েরা বলতে গেলে তার অপেক্ষাতেই আছেন। যদিও অনুশীলনের এক ফাঁকে আবাহনী লিমিটেডের মিডফিল্ডার মামুনুল ইসলাম ভিডিও বার্তায় বলেছেন, ‘জেমি সবসময় আমাদের মানসিকভাবে চাঙা করে রাখেন। টিমের অন্য সব স্টাফও ভালো। কিন্তু জেমি মানে একটা বাড়তি অনুপ্রেরণা। হেড কোচ থাকলে অবশ্যই আমাদের আরও ভালো হতো।’ তবে ডে না থাকলেও অনুশীলনে কোনও সমস্যা হচ্ছে না। মামুনুলের কথায়, ‘তবে কোচ নাই, এ মুহূর্তে এখানে আমাদের কেউ সেটা তেমন একটা অনুভব করছে না। প্রতিদিন তার সঙ্গে আমাদের কথা হচ্ছে। তিনি বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন দূর থেকে। আমাদের আশা ভালো কিছু করে যেন কোচকে খুশি করতে পারি।’

৩১ বছর বয়সী মিডফিল্ডার দোহায় অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে বেশ খুশি। বাংলাদেশ দল অনুশীলনে প্রতিনিয়ত ভালো করছে। তার ভাষায়, ‘এখন পর্যন্ত প্রস্তুতি খুবই ভালো। ট্রেনিং সেশনে আমরা দিনকে দিন উন্নতি করছি। এখানে আমরা ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। থাকার ও খাবারের ব্যবস্থা ভালো, পরিবেশ ভালো। সবকিছু মিলিয়ে আমরা ভালো আছি এবং প্রতিটি ট্রেনিং সেশনে উন্নতি করছি।’

আগামী ৪ ডিসেম্বরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে ম্যাচ নিয়ে মামুনুল শুনিয়েছেন আশার কথা, ‘কাতার ম্যাচ আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ। কিন্তু আমরা চাই ওদের বিপক্ষে ভালো করতে। আমি মনে করি, শুক্রবার আমরা ওদের বিপক্ষে ভালো করতে পারবো।’

সেই ‘ভালো’র রূপটা কী হতে পারে তা নিয়ে অবশ্য কিছু বলেননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি