X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কাতারে ফুটবল ম্যাচ, বঙ্গবন্ধু কাপ টি-২০ সূচিতে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৫৩

কাতারে ফুটবল ম্যাচ, বঙ্গবন্ধু কাপ টি-২০ সূচিতে রদবদল শুক্রবার রাত ১০ টায় কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া শুক্রবার জুম্মার নামায। এই দুটি বিষয় মাথায় রেখে শুক্রবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন আনছে বিসিবি।

আগের সূচি অনুযায়ী শুক্রবারের প্রথম ম্যাচ শুরুর কথা ছিল দুপুর ২টায় ও শেষ হওয়ার সময় বিকেল ৫টা ২০ মিনিটে। আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টা থেকে ১০টা ২০ মিনিট অবধি চলার কথা। কিন্তু এখন ম্যাচ শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়, শেষ হবে বিকেল ৩টা ২০ মিনিটে। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫ টায়। প্রথম ম্যাচের টস হবে সকাল সাড়ে ১১টায়। দ্বিতীয় ম্যাচের টসের সময় নির্ধারিত আছে বিকেল সাড়ে ৪ টায়। দুপুরের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে জেমকন খুলনা। অন্যদিকে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে অবশ্য ম্যাচ পেছানোর কারণ জানানো হয়নি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘মূলত জুমার নামাজ এবং রাতে বাংলাদেশের ফুটবল ম্যাচের কথা চিন্তা করেই আমরা সূচিতে রদবদল এনেছি।’

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে আছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় স্থানে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ৪ ম্যাচে সমান ২ জয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে জেমকন খুলনা। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল চার নম্বরে। নেট রান রেটে বরিশালের চেয়ে পিছিয়ে থাকায় টেবিলের তলানিতে রয়েছে বেক্সিমকো ঢাকা। 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা