X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ম্যাক্স-বিএসপিএ অ্যাওয়ার্ড পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৭

২০২১ সালের ‘ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ‘চ্যানেল ২৪’-এর সিনিয়র রিপোর্টার সাদমান সাকিব। শুক্রবার রাতে রাজধানীর ফারস হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের সেরার স্বীকৃতি প্রদানের এ অনুষ্ঠান। বরাবরের মতো স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ৫০ হাজার টাকার চেক জিতে নেন সাদমান সাকিব।

এই বিভাগে প্রথম রানার-আপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাব এডিটর রাহেনুর ইসলাম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের।

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা সপ্তমবারের মতো আয়োজন করে সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। এবার আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

এই অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিন জন ক্রীড়ালেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক সারওয়ার হোসেন, কামরুন নাহার ডানা ও মহিউদ্দিন পলাশকে সম্মাননা দেওয়া হয়েছে। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, সাবেক সভাপতি দুলাল মাহমুদ, মো. হাসান উল্লাহ খান রানা, মোস্তফা মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবারের পুরস্কারজয়ীদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘পুরস্কারজয়ী সবাইকে আমার অভিনন্দন। সম্প্রতি মেয়েরা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এত সুন্দর আয়োজনের জন্য বিএসপিএকেও কৃতজ্ঞতা জানাই। এবারের পুরস্কারজয়ীরা যে যে অঙ্কের পুরস্কার জিতেছেন, আমাদের পক্ষ থেকেও সেই একই পরিমাণ পুরস্কার দেবো।’

 

/টিএ/এমএএ/
সম্পর্কিত
‘দোসর’ বলা হয় আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে: প্রেস সচিব
পাওনা টাকা চাওয়ায় মারধর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে