X
সোমবার, ০৫ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

এসি এবং আলোকস্বল্পতার কারণে হচ্ছে না টুর্নামেন্ট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৫, ০১:০৩আপডেট : ০৫ মে ২০২৫, ০১:২০

সবকিছুই ঠিক ছিল। অপেক্ষা শুধু ফ্লোরে খেলা গড়ানোর। কিন্তু ঢাকার শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামের এয়ার কন্ডিশন (এসি) সিস্টেম চালু না হওয়া এবং ভেন্যুতে পর্যাপ্ত আলোর অভাবে ১৫-১৯ মে উম্মুক্ত প্রেসিডেন্ট কাপ র‌্যাংকিং এবং প্রাইজমানি টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য সুজন মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করেছেন।

টুর্নামেন্টের এন্ট্রি ফি সংগ্রহের জন্য বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, বাইলজ, প্রাইজমানি নির্ধারণ, দেশের বিভিন্ন ক্লাব এবং জেলাগুলোর সঙ্গে যোগাযোগ এবং সর্বোপরি টাইটেল স্পন্সর পাওয়ার পরও তা স্থগিত করা হয়েছে। 

সুজন মাহমুদ বলেছেন, ‘বদ্ধ জিমনিসিয়ামে কোনোভাবেই টুর্নামেন্ট চালানো সম্ভব নয়। এখানে টানা দুই ঘণ্টা সময় কাটালে যেকোনও খেলোয়াড় ঘামে ভিজে চুপসে যায়। গরমে এবং ঘামে ন্যাশনাল প্লেয়ারদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকায় আমরা কোনোভাবেই এখানে কোনও ন্যাশনাল র‌্যাংকিং প্রতিযোগিতার আয়োজন করার ঝুঁকি নেওয়া উচিত হবে না।’ 

তবে বিকল্প হিসেবে তাদের ভাবনা বলতে গিয়ে এই কর্মকর্তা বলেছেন, ‘যদি মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মহিলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামের এয়ার কন্ডিশন ভালো থাকে এবং সেগুলোর বরাদ্দ পাই তাহলে আমাদের পক্ষে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে।’

উডেন ফ্লোরে এসিসহ অন্য সবকিছু ঠিক করতে অনেক টাকার প্রয়োজন। টেবিল টেনিস ফেডারেশন লিখিতভাবে জানিয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদের কাছে একাধিকবার টেবিল টেনিসের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে এয়ার কন্ডিশনগুলো সার্ভিসিং করা সম্ভব নয়। বিশাল এই জিমনেসিয়ামকে ভালোভাবে শীতাতপ নিয়ন্ত্রণ করতে প্রায় ৩০০ টন এসির প্রয়োজন হয়। আর এই বিপুল পরিমাণ এসি সার্ভিসিং বা নতুন করে ইনস্টল করতে কমপক্ষে ১২ কোটি টাকার প্রয়োজন। যার ফলে ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাজেট বরাদ্দ, টেন্ডার এবং সার্ভিসিং মিলিয়ে পুরো বিষয়টি একটি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে।’ 

সামনে ঘরোয়া ছাড়াও রয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্টে। তা নিয়েও শঙ্কিত ফেডারেশন, ‘প্রেসিডেন্ট কাপ ছাড়াও আগামী অক্টোবরে বাহরাইনে আন্তর্জাতিক টুর্নামেন্ট, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলেডিটারি কাপ এবং ফেব্রুয়ারিতে পাকিস্তানে এস এ গেমস রয়েছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টগুলোতে ভালো রেজাল্ট করতে হলে বিদেশি কোচের তত্ত্বাবধানে যে ট্রেনিং ক্যাম্প করা দরকার এই গরমে সেটিও করা সম্ভবপর হবে না।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ভোলায় আবারও বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
ইউএপি-তে অনুষ্ঠিত হলো জাতীয় সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘সাইবার সিজ ২০২৫’
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
যুক্তরাজ্যে খালেদা জিয়াকে বিদায়ে নেতাকর্মীদের বিশৃঙ্খলা এড়াতে নির্দেশনা
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ বাতিল এবং ‘ব্লাসফেমি আইন’ প্রণয়নের দাবি অগ্রহণযোগ্য: এইচআরএফবি
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
খোসাসহ কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন এভাবে
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?