X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মিরপুরে তামিমের আরও একটি বিস্ফোরক ইনিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৬, ২০:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:০২

 

তামিম ইকবাল বিপিএলে রানের ফুলঝুরি দেখাচ্ছেন তামিম ইকবাল। শুক্রবার ঢাকার বিপক্ষে চলতি আসরের পঞ্চম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এদিন ৭৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন বাংলাদেশের সেরা এই ওপেনার। তার ইনিংসের উপর ভর করেই চিটাগং ভাইকিংস ১৩৪ রানের সাদামাটা সংগ্রহ দাঁড় করাতে সমর্থ হয়।

চিটাগংয়ের টপ অর্ডারের ব্যর্থতার দিনে দুই পারফর্মার তামিম ও শোয়েব মালিক উজ্জ্বল ছিলেন। পাকিস্তানের অলরাউন্ডার খেলেন ৩৩ রানের ইনিংস।

ইনিংসের শুরুতে ক্রিস গেইল, এনামুল ও জহিরুলকে হারিয়ে চাপে পড়ে চিটাগং। চতুর্থ উইকেটে তামিম ও জহিরুল মিলে ৭৬ রানের জুটি গড়েন। আর তাতেই ঢাকার বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ পায় চিটাগং।

শুক্রবার তামিম বেশ আলাদা ছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকার বোলারদের উপর প্রভাব বিস্তার করে খেলেছেন। আন্দ্রে রাসেলের বলে লেগ সাইডে বলটি ঠেলে দিয়ে বিপিএলের চলতি আসরের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। শেষ পর্যন্ত ওই রাসেলের বলেই ডোয়াইন ব্রাভোর হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। ফেরার আগে ৫৯ বলে ৬ চার ও ৩ ছয়ে ৭৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন।

ব্রাভোর ওভারে পরপর দুই বলে বিশাল দুটি ছক্কা হাঁকিয়ে গ্যালারির আনন্দ বাড়িয়ে দেন তামিম। তার প্রথম ছক্কাটি এসেছে ক্যারিবিয়ান আরেক পেসার আন্দ্রে রাসেলের বলে।

তামিম অবশ্য বেশি মেরেছেন রন্সফর্ড বিটন ও ডোয়াইন ব্রাভোকে। বিটনের ১৫ বল ও ব্রাভোর ১১ বলে ১৮ রান নিয়েছেন তামিম ইকবাল।

শুক্রবার ৭৪ রানের ইনিংসটি বিপিএলে তামিমের দ্বিতীয় সেরা ব্যাটিং। এর আগে বরিশাল বুলসের বিপক্ষে ৭৫ রানের ইনিংসটি তার সর্বোচ্চ সাফল্য। ওই ম্যাচটি ছিল মিরপুরে। বিপিএলের সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ডটি অবশ্য তামিমের।

শুক্রবার এক হাজারি ক্লাবের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লেখানোর খুব কাছে আছেন তামিম। ৩২ ম্যাচে তার রান সংখ্যা ৯৭৫। এক হাজারি ক্লাব থেকে মাত্র ২৫ রান দূরে আছেন বাংলাদেশের এই ওপেনার। ৯৮ চার, ৩০ ছয় ও ১১ হাফসেঞ্চুরিতে এই রান করেছেন তামিম।

শুধু তাই নয়, চলতি বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহ করে এরই মধ্যে বেশ এগিয়ে গেছেন তিনি। ৫ হাফসেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ৪২৫ রান। দ্বিতীয় অবস্থানে থাকা মুশফিকুর রহিমের সর্বমোট রান ৩৪০।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে আ.লীগ নেতাকর্মীরা
তীব্র গরমে বদলে গেছে আদালতের চিরচেনা চিত্র
তীব্র গরমে বদলে গেছে আদালতের চিরচেনা চিত্র
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন