X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চিটাগংয়ের রান ১১১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৩

চিটাগংকে অল্প রানে বেধে দেন আফিফ অভিষেক ম্যাচ খেলা রাজশাহী কিংস অফস্পিনার আফিফ হোসেনের ঘূর্ণিতে কুপোকাত হয়ে ১১১ রানে গুটিয়ে গেল চিটাগং ভাইকিংস। একে এক সব ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে শোয়েব মালিকের অর্ধশতকে ৯ উইকেট হারিয়ে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় চিটাগং।

দু:স্বপ্নের সূচনা বলতে যা বোঝায় সেটা দিয়েই শুরু করে চিটাগং। ওয়েস্ট ইন্ডিজ পেসার কেসরিক উইলিয়ামসের করা ম্যাচের প্রথম বলেই প্লেইড অন তামিম ইকবাল, এরপর রাহু গ্রাস করে তাদের। অতিমাত্রায় আক্রমণাত্মক হতে চাওয়া এনামুল হক দুটি চারে ৮ রান করার পর মেহেদি হাসান মিরাজের বলে হলেন বোল্ড। দিনটা খারাপ যাবে এটি প্রমাণ করতেই যেন স্পিনার আফিফের বলে লেগ বিফোর হলেন আত্মবিশ্বাসী শুরু করা জহুরুল ইসলাম। ১০ বলে তিনটি চারে ১৩ রান করার পর ড্রাইভ করতে গিয়ে বলের লাইন হারান জহুরুল। ব্যাটের পেছনের কানায় লেগে বল লাগে তার উরুতে। আম্পায়ার নাদির শাহ লেগ বিফোরের আবেদনে আঙুল উঠিয়ে দেন। বিস্ময়াবিষ্ট জহুরুল ধরেন সাজঘরের পথ।

একপ্রান্তে যখন দ্রুত উইকেট পড়ছে তখন ক্রিস গেইল কী করেন তাই ছিল দেখার বিষয়। কিছুই করতে পারেননি তিনি। কোনও চার ছক্কা ছাড়া ১৫ বল খেলে ৫ রানে বোল্ড হন তিনি। আফিফের বলটি মিডল স্ট্যাম্পে পিচ করে বাঁক খেলে ক্রস ব্যাটে খেলা গেইল পরাস্ত হন। বল আঘাত হানে অফস্ট্যাম্পে। 

জাকির হাসানের ৫ রানে বিদাযের পর হাল ধরেন শোয়েব মালিক ও মোহাম্মদ নবি, এমনটিই ছিল চিটাগং সমর্থকদের প্রত্যাশা। তাদের প্রত্যাশা পূর্ণ হয়নি। নাজমুল অপুকে কাভার দিয়ে ছক্কা মারার পর আবার এর পুনরাবৃত্তি করতে যান নবি। বল নিচু হয়ে যাওয়াতে পারেননি, হন ১২ রানে বোল্ড। 

টেইলএন্ডার সাকলাইন সজিব ও ইমরান খান জুনিয়র আফিফের ঘুর্ণিকে সামাল দিতে পারেননি। সজিবকে এক রানে লেগ বিফোর ও ইমরানকে শূন্য রানে স্ট্যাম্পড করে আফিফ অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান। ৪-১-২১-৫ তার অভিষেক ম্যাচের পরিসংখ্যান।

নিজ দলের ব্যাটিং ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই লড়ে যান মালিক। টি-টোয়েন্টি ম্যাচে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও রান না নিয়ে একাই খেলে যাওযার নিদর্শনও দেখান তিনি। শেষ পর্যন্ত ৫৪ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৬৭ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান। ১১১ রানের মাঝে ৬৭ রান তার। দলের মান সম্মান বাঁচিয়ে অন্তত লড়াই করার পুঁজি চিটাগং পায় তার কারণেই।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড