X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দলগত নৈপুণ্যের দিকেই তাকিয়ে স্টুয়ার্ট ল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:১৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:২০

দলগত নৈপুণ্যের দিকেই তাকিয়ে স্টুয়ার্ট ল ঢাকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটি খুলনার জন্য ছিল বাঁচা মরার লড়াই। হারলেই সেরা চার থেকে ছিটকে যেত মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলা খুলনা টাইটানস। কিন্তু ঢাকাকে গুঁড়িয়ে দিয়ে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে খুলনা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছে দলটি।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা টাইটানস প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে। ম্যাচটিতে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। হারলে অবশ্য ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগ থাকবে। সেক্ষেত্রে এলিমিনেটর রাউন্ডে যারা জিতবে তাদের সঙ্গে ৭ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে যেতে হবে। আর সেই ফাইনালে যাওয়ার আগে ব্যাটিং নিয়েই চিন্তিত খুলনা কোচ। কারণ ব্যাটিং বিভাগে খুব নামকরা কেউ নেই খুলনার। পুরো টুর্নামেন্টে এই ব্যাটিংটাই ভুগিয়েছে দলটিকে। তবে খুলনার কোচ স্টুয়ার্ট ল অবশ্য মনে করেন ব্যাটিং বিভাগ অতোটা শক্তিশালী না হলেও দলগত নৈপুণ্যের কারণেই এতদূর পর্যন্ত এসেছে তার দল। তার আশা কালকের ম্যাচেও শিষ্যরা দলগত নৈপুণ্য প্রদর্শন করতে সমর্থ হবে।

সোমবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে এ প্রসঙ্গে স্টুয়ার্ট ল বলেছেন, ‘টি-টোয়েন্টি মানে টিম ওয়ার্ক। সবাই মিলে খেলতে হয়, সবার অবদান প্রয়োজন হয়। আমার দল এই টিম ওয়ার্কের ওপর ভিত্তি করেই এই জায়গাতে এসেছে। আমি আশা করি এতদিন খেলার পর এই টিম ওয়ার্ক সামনের ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।’

স্টুয়ার্ট ল’র প্রত্যাশা ঢাকার বিপক্ষে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও শেষ ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে সমর্থ্য হবে, ‘আমাদের ব্যাটসম্যানরা উত্থান পতনের মধ্য দিয়েই গিয়েছে। গত ম্যাচে অবশ্য তারা ভালো ব্যাটিং করেছে। সেটা আমার একটা প্লাস পয়েন্ট। আমি আশা করবো কালকের (মঙ্গলবার) ম্যাচে এটা অব্যাহত থাকবে। বোলাররা প্রত্যেক ম্যাচেই ভালো করেছে। আমি সব সময়ই তাদের ক্রেডিট দিয়ে এসেছি। আমি কালকের ম্যাচেও আশা করব বোলার এবং ব্যাটসম্যানরা একটা অবদান রাখবে। এটা করতে পারলেই আমরা জেতার মতো অবস্থায় পৌঁছে যেতে পারব।’

/আরআই/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি