X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কাকে সতর্ক করলেন সাঙ্গাকারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭

সাকিব আল হাসান ও কুমার সাঙ্গাকারা সাঙ্গাকারার মতে এখন বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যাচ্ছে। আর তাই আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে তার কপালে চিন্তার ভাজ। 

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ১৬টি টেস্ট খেলে দুটি ম্যাচে মাত্র ড্র করতে সক্ষম হয়েছে টাইগাররা। এছাড়া ৩৮টি ওয়ানডে খেলে জয় মাত্র ৪টি এবং ৫টি টি-টোয়েন্টি খেলে জয় একটি। শ্রীলঙ্কার বিপক্ষে এটাই হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান।

এমন পরিসংখ্যান সঙ্গে নিয়ে আগামী মার্চে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ, যদিও সূচী চূড়ান্ত হয়নি। সফরে তিনটি ওয়ানডে, দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

কিন্তু এবার আর প্রতিপক্ষ দলে কুমার সাঙ্গাকারাকে পাবে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কান গ্রেট বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন অনেকবার। তবে অবসরের পর বাংলাদেশের মাটিতে তার খেলার সুযোগ হয়েছে। ব্যাট-প্যাড তুলে রাখার পর  বিপিএলে পরপর দুই আসর খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। তাই খুব ভালোভাবেই চেনা হয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের বাজে সময় যেমন দেখেছেন, দেখেছেন উন্নতির ধারাও।

সাঙ্গাকারার মতে এখন বাংলাদেশের ক্রিকেট বেশ এগিয়ে যাচ্ছে। আর তাই আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে তার কপালে চিন্তার ভাজ। বাংলাদেশের বিপক্ষে কী করে শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররা সেটা নিয়ে ভাবছেন তিনি, ‘বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা অনেক পরিণত। এটা দেখে আমি খুব চিন্তিত। কিছু দিন পরই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা বাংলাদেশের গভীরতা অনেক বেড়েছে। পেসার ও স্পিনার মিলেই এখন তারা অনেক বেশি সমৃদ্ধ।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক