X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শেষ দিকে কিউইদের আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ১১:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১১:৫৬

শেষ দিকে কিউইদের আঘাত ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হতাশায় চতুর্থ দিন শেষ করতে হলো সফরকারীদের। ইমরুলের চোটের পর দ্রুত উইকেট পড়ে যাওয়ায় দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের লিড এখন ১২২ রান।

যদিও শুরুটা ছিল ভালোই। উদ্বোধনী জুটিতে ৪৬ রান এসেছিল। কিন্তু ১৩তম ওভারে ২৪ রানে ব্যাট করতে থাকা ইমরুল চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপরই কিউইদের বোলিং আক্রমণে চিত্র পাল্টায় ইনিংসের। ১৪তম ওভারে বিদায় নেন আরেক ওপেনার তামিম ইকবাল। ২৫ রানে স্যান্টনারের বলে হালকা ছোঁয়া বলে বোল্ড হন তিনি।  টিকতে পারেননি মাহমুদউল্লাহও।  ৫ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

দিনের শেষ বলে রান আউট হয়ে উইকেট বিলিয়ে দেন উপরের দিকে নামা মেহেদী হাসান মিরাজ। তিনি বিদায় নেন ১ রানে। ক্রিজে আছেন মমিনুল হক (১০)।  

আজকের দিনে কিউইদের হয়ে একটি করে উইকেট নেন স্যান্টনার ও ওয়াগনার। 

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৫৩৯ রানে। সাকিব আল হাসানের ব্রেকথ্রুতে প্রথম সেশনে ৫১ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে প্রতিরোধ গড়েছিল নিউজিল্যান্ড। বিজে ওয়াটলিং ও মিচেল স্যান্টনার অর্ধশতাধিক রানের জুটি গড়ে প্রথম ইনিংসে ব্যবধান কমানোর চেষ্টা করেছিলেন। তবে ইনিংসের ১৩৩তম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই বাজিমাত করেন মাহমুদউল্লাহ। এক ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। ম্যাচ আবার ঘুরে দাঁড়ায় বাংলাদেশের দিকে। এরপরও দারুণ পারফরম্যান্সের দৃষ্টান্ত রেখে প্রথম ইনিংসে সফরকারীরা ৫৬ রানের লিড পায়।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
‘ধর্ষণে’ অসুস্থ স্কুলছাত্রীকে স্বামী পরিচয়ে হাসপাতালে ভর্তি করে যুবকের পলায়ন
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে