X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিদেশের মাটিতে ভালো করার আশা বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৯

বিদেশের মাটিতে ভালো করার আশা বাংলাদেশের ঘরের মাঠে ধারাবাহিক ক্রিকেট খেলে নিজেদের উন্নতির ছাপ রেখেছে বাংলাদেশ। এই বছর দেশের বাইরে বাংলাদেশের প্রচুর খেলা থাকায় বছরের শুরু থেকেই বিদেশের মাটিতে বাংলাদেশ কেমন খেলে-তা দেখার অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ও ভারতে সিরিজ খেলে শ্রীলঙ্কা সিরিজের অপেক্ষায় আছে বাংলাদেশ। গত দুটি সিরিজে জয় না পেলেও ভালো প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ।

তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে শুধু প্রতিরোধ গড়া নয়, ফলাফলের দিকে তাকিয়ে নির্বাচকরা। বিশেষকরে টেস্ট ক্রিকেট নিয়ে নির্বাচকরা আশাবাদী বেশি। তাদের প্রত্যাশা নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা শ্রীলঙ্কা সফরে কাজে দেবে।

এ প্রসঙ্গে সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘টেস্টে ও ওয়ানডেতে এটা নিয়ে খুব বেশি চিন্তা করছি না। সেখানে আমার ভালো করার ব্যাপারে আশাবাদী। টেস্ট স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হচ্ছে না। হায়দরাবাদে যে স্কোয়াডটা ছিল, সেখান থেকে একটা-দুইটা এদিক-ওদিক হবে। ফিটনেসকে আমরা গুরুত্ব দিচ্ছি। মাঠে পাঁচ দিন খেলার এনার্জির দিকটা বেশি গুরুত্ব দিচ্ছি। সেরা দলটাই আমরা দেওয়ার চেষ্টা করছি।’

শ্রীলঙ্কা সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কা সফর আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরই মধ্যে বিদেশের মাটিতে তিনটা টেস্ট খেলেছি। এই অভিজ্ঞতায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা আমরা একটু অন্যভাবে নিচ্ছি। বিদেশের মাটিতে আমাদের অনেক ঘাটতি ছিল। এই তিন টেস্টের অভিজ্ঞতা শ্রীলঙ্কায় ভালোভাবে কাজে লাগাতে পারব আশা করি।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মে থেকে  বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
মে থেকে বাংলাদেশে ফ্লাইট শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা