X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফরহাদ-নাঈম বাঁচালেন উত্তরাঞ্চলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫

ম্যাচসেরার পুরস্কার হাতে তুষার ইমরান বিসিবি উত্তরাঞ্চলের দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ফরহাদ হোসেন ও নাঈম ইসলামের দৃঢ়তায় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে হার ঠেকায় তারা। ফলোঅনে পড়েও ম্যাচটি ড্র করেছে উত্তরাঞ্চল।

আগে ব্যাটিং করা দক্ষিণাঞ্চল তুষার ইমরানের ডাবল সেঞ্চুরিতে ৫০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। তুষার ৩৬৯ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২২০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। এই রাউন্ডে প্রথম শ্রেণির ক্রিকেট ৯ হাজার রান পূর্ণ করা তুষারই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া সানজামুল ইসলাম ও নাসির হোসেন প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

বিসিবি উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে ২৪২ রান অলআউট হয়ে ফলোঅনে পড়ে। ফরহাদ হোসেন ও ধীমান ঘোষের হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ দাঁড় করায় উত্তরাঞ্চল। এখানে কৃতিত্ব দক্ষিণাঞ্চলের বোলারদের। নাহিদুল ইসলামের ৫ উইকেট এবং আব্দুর রাজ্জাকের ৩ উইকেটেই ব্যাটিং লাইনআপ ভেঙে যায় উত্তরাঞ্চলের।

২৫৯ রান পিছিয়ে থেকে বিসিবি উত্তরাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু ২৫ রানে প্রথম উইকেট হারিয়ে হারের শঙ্কাটা জাগিয়ে তুলেছিল উত্তরাঞ্চল। যদিও তাদের আশার আলো দেখান ফরহান ও নাঈম। তৃতীয় উইকেটে তারা ১৩৬ রানের জুটি গড়েন। ফরহাদ ব্যক্তিগত ১১৯ রানে আউট হলে আবারও শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত নাঈম ইসলামের অপরাজিত ১২৯ রানে হার এড়াতে সক্ষম হয় বিসিবি উত্তরাঞ্চল।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দক্ষিণাঞ্চলের পেসার নাহিদুল ইসলাম ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার চতুর্থবারের মতো ৫ উইকেট প্রাপ্তি। এছাড়া মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?