X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৮

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা আগামী ৭ মার্চ বাংলাদেশকে টেস্ট সিরিজে স্বাগত জানাবে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস ইনজুরিতে ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব করবেন রঙ্গনা হেরাথ। আর তারই নেতৃত্বে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

দলে তালিকাভুক্ত হয়েছেন ৭ ব্যাটসম্যান, ৪ ফাস্ট বোলার ও চারজন স্পিনার। দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা। ডাম্বুলায় সোমবার তার নেতৃত্বে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে তিন উইকেটে জিতেছিল শ্রীলঙ্কান এ দল।

গত মাসে সীমিত ওভারের ক্রিকেটে সফলতার স্বীকৃতিতে দলে ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান আসেলা গুনারত্নে ও নিরোশান ডিকবেলা। সম্প্রতি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ে দুটি ম্যাচজয়ী ফিফটি করেন গুনারত্নে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকও পান তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টির টপ অর্ডারে নজর কেড়েছেন ডিকবেলা। তবে টেস্টে তার জায়গা পাওয়ার পেছনে অন্যতম কারণ ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণীর দারুণ পারফরম্যান্স।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ভিকুম সঞ্জায়া বান্দারাও প্রথমবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। ডানহাতি এ পেসার ঘরোয়া ক্রিকেটে বেশ স্বতঃস্ফূর্ত পারফর্ম দিয়ে নির্বাচকদের চোখে পড়েন। অসিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে পান তিন উইকেট।

প্রথম টেস্টে বাংলাদেশকে গলেতে মোকাবিলা করবে লঙ্কানরা। এর পর ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা দল: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিরোশান ডিকবেলা, উপুল থারাঙ্গা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জায়া বান্দারা, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান ও মিলান্দা পুষ্পকুমারা। সূত্র- শ্রীলঙ্কা ক্রিকেট, ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি