X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’ এর স্কলারশিপ প্রদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১১:১৭আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১১:১৯

‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’ এর স্কলারশিপ প্রদান সারা দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রজন্মের সাকিব, তামিম, মাশরাফিদের জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে গাজী টায়ার্স গতবছর দেশব্যাপী ক্রিকেট প্রতিভা খুঁজে বের করতে গাজী টায়ার্স ক্রিকেটার্স  হান্ট-এর আয়োজন করেছিল।
এই কর্মসূচিটির আওতায় সারা দেশে ২৫ হাজারের বেশি ক্রিকেটারদের মধ্য থেকে ৬৮ জন ক্রিকেটারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল। যাদেরকে নিয়ে গাজী গ্রুপের ডিরেক্টর অব কোচিং এবং বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন এর নেতৃত্বে সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচরা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একটি বুট ক্যাম্প করে। পরবর্তীতে এই ৬৮ জন এর মধ্য থেকে চূড়ান্ত ভাবে ২২ জনকে গত ২ নভেম্বর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ী ২২ জনকে ক্রিকেট কিট সেট, “গোলাম দস্তগীর গাজী ক্রিকেট স্কলারশিপ” প্রদান করার ঘোষণা এবং ঢাকা প্রফেশনাল ক্রিকেট লিগে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় গাজী টায়ার্স , গত ১২ মার্চ রাজধানীর পল্টনে অবস্থিত ফারস্ হোটেলে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২২ জন বিজয়ীকে “গোলাম দস্তগীর গাজী ক্রিকেট স্কলারশিপ” এর চেক প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি গাজী গ্রুপের চেয়ারম্যান জনাব গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এম.পি বিজয়ীদের হাতে স্কলারশিপের চেক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব গাজী গোলাম মর্তুজা এবং জনাব গাজী গোলাম আসরিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজী গ্রুপের নির্বাহি পরিচালক জনাব এম. সালাহউদ্দীন চৌধুরী, ডিরেক্টর অব কোচিং মোহাম্মদ সালাহ উদ্দীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কর্মকর্তা বৃন্দ, বর্তমান ও সাবেক ক্রিকেটার বৃন্দ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা