X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মাশরাফিকে নিয়ে সাকিব যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৭, ২৩:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০০:০০

মাশরাফিকে নিয়ে সাকিব যা বললেন মাশরাফি নামটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কত বড় কিংবা দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা মুখে বোঝাতে পারলেন না সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

আন্তর্জাতিক ক্রিকেটের শুরু থেকে পাশে পেয়েছেন তাকে। চেনা-জানাটা তারও আগে থেকে। সেই মাশরাফি বিন মর্তুজার টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে কষ্টের চোরাস্রোত বইছে সাকিব আল হাসানের মনে। মাশরাফি নামটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কত বড় কিংবা দলের জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ, সেটা মুখে বোঝাতে পারলেন না সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

বাংলাদেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন মাশরাফি। অধিনায়কের বিদায়টা জয় দিয়ে রাঙিয়ে দেওয়ার যে শপথ নিয়ে নেমেছিলেন সাকিবরা, সেটা সত্যি করে তুলেছেন ৪৫ রানের জয়ে। আর এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব নিজেই। দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। ওই পুরস্কার হাতে তোলার পর মাশরাফির বিয়ষে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ম্যাচ নিয়ে কথা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থাপনার দায়িত্বে থাকা ধারাভাষ্যকার রোশান আবিসিংহে প্রশ্ন করেছিলেন মাশরাফিকে নিয়ে। অধিনায়কের বিদায়ের বিষন্নতা সাকিবের মুখে যেন আরও গাঢ় হয় প্রশ্নটাতে। একজন মাশরাফির প্রয়োজনীয়তা তিনি কিভাবে বোঝাবেন শ্রীলঙ্কান ধারাভাষ্যকারকে! নিজেকে গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, ‘মাশরাফি অনন্য। দলে তার গুরুত্ব কতটা, এটা আসলে আমি বলে বোঝাতে পারব না।’

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকে মাশরাফিকে পেয়েছেন সতীর্থ হিসেবে। যদিও চেনা-জানাটা যে আরও আগে থেকে সেটাও জানিয়ে রাখলেন এই অলরাউন্ডার পরের কথায়, ‘ক্যারিয়ারের শুরু থেকে তাকে পেয়েছি। আসলে তাকে চিনি আমি আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার আরও অনেক আগে থেকে। তাকে ভীষণ মিস করব।’ সেই ‘মিস’টা যে শুধু টি-টোয়েন্টিতে, সেটাও মনে করিয়ে দিলেন সাকিব, ‘তার ভবিষ্যতের প্রতি শুভকামনা রইল। অবশ্য ওয়ানডেতে আমরা তাকে পাচ্ছি, আর সেখানে তিনি বড় ভূমিকা রাখবেন।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা
‘জুলাই পদযাত্রা’য় অংশ নিতে রাজশাহীতে আসছেন এনসিপির নেতাকর্মীরা
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
‘বন্ধু ভুলিনি তোমায়, ভুলবো না, ভুলতে পারবো না’
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই