X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বোনাসও বাড়ছে মাশরাফি-তামিমদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৭, ১৭:২২আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৩

বোনাসও বাড়ছে মাশরাফি-তামিমদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের বোনাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শনিবারের সভায় বেতনের পাশাপাশি উইনিং বোনাসের বিষয়েও আলোচনা হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, এখন থেকে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের ১ থেকে ৩ নম্বর দলকে হারাতে পারলে টাইগাররা বোনাস হিসেবে পাবে ৪ হাজার ডলার, যা আগে ছিল ৩ হাজার ডলার। টেস্ট র‌্যাংকিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলকে হারাতে পারলে বোনাস পাবে ৩ হাজার ডলার। এর আগে যা ছিল ২ হাজার ডলার। এছাড়া ৭ থেকে ৯ নম্বর দলকে হারালে আড়াই হাজার ডলার বোনাস পাবেন ক্রিকেটাররা। আগে এই বোনাস ছিল দেড় হাজার ডলার।  

টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও উইনিং বোনাস বাড়ছে ক্রিকেটারদের। আগে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ১ থেকে ৩ নম্বর দলকে হারালে বোনাস হিসেবে দেড় হাজার ডলার পেতেন ক্রিকেটাররা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজার ডলারে। চার থেকে ছয় নম্বরে থাকা দলকে হারাতে পারলে টাইগাররা পাবে দুই হাজার ডলার, যা আগে ছিল ১ হাজার ডলার। অন্যদিকে সাত থেকে নয় নম্বর দলের বিপক্ষে উইনিং বোনাস ৫০০ ডলার থেকে বেড়ে হচ্ছে ১ হাজার ডলার। এছাড়া টি-টোয়েন্টিতে যে কোনও দলকে হারাতে পারলেই টাইগাররা পাবে দেড় হাজার ডলার, যা আগে ছিল এক হাজার ডলার।

শনিবারের বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের বেতন কাঠামোও। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাঁচটি গ্রেডে ভাগ করে পারিশ্রমিক দেবে বিসিবি। ‘এ প্লাস’ গ্রেডের ক্রিকেটাররা মাসিক সর্বোচ্চ চার লাখ টাকা বেতন পাবেন, আগে যা ছিল আড়াই লাখ টাকা। এছাড়া ‘এ’ গ্রেডের ২ লাখ থেকে বেড়ে ৩ লাখ, ‘বি’ গ্রেডের দেড় লাখ থেকে ২ লাখ, ‘সি’ গ্রেডের ১ লাখ থেকে দেড় লাখ এবং ‘ডি’ গ্রেডের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকা।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?