X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টেন্ডুলকারকে জন্মদিনের ‘উপহার’ দেওয়া হলো না মুম্বাইয়ের

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ০১:০৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ০১:০৪

ওয়াংখেড়েতে টেন্ডুলকার উদযাপন করেছেন ৪৪তম জন্মদিন ২৪ এপ্রিল ছিল শচীন টেন্ডুলকারের জন্মদিন। এক অনুষ্ঠানে নিজের বয়সের কথা জানাতে গিয়ে ভারতীয় লিটল মাস্টারের চোখেমুখে বিস্ময়, ‘৪৪ বছর হয়ে গেল, বিশ্বাসই হচ্ছে না।’ বিশেষ এই দিনেই মাঠে নেমেছিল তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। নিশ্চিতভাবেই রোহিত শর্মাদের লক্ষ্য ছিল পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ম্যাচটি জিতে দলের সঙ্গে ‘আইকন’ খেলোয়াড় হিসেবে থাকা টেন্ডুলকারকে জন্মদিনের উপহার দেওয়া। যদিও তাদের আশা পূরণ হয়নি, ঘরের মাঠে পুনের বিপক্ষে ম্যাচটি মুম্বাই হেরেছে ৩ রানে। ২০ ওভারে পুনের ৫ উইকেটে করা ১৬০ রানের জবাবে মুম্বাইয়ের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৫৭ রানে।

বেন স্টোকসের অসাধারণ বোলিংয়েই আসলে হার মেনেছে মুম্বাই। ইংলিশ এই অলরাউন্ডার ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বিশেষ করে তার করা ১৯তম ওভারটা গড়ে দেয় পুনের জয়ের পথ। গুরুত্বপূর্ণ ওই ওভারে স্টোকস খরচ করেন মাত্র ৬ রান, যাতে শেষ ওভারে মুম্বাইয়ের দরকার পড়ে ১৭ রান। হাফসেঞ্চুরি পূরণ করে ৫৮ রানের কার্যকরী ইনিংস খেলা রোহিত শর্মা কিংবা ২ বলে ৭ রান করা হরভজন সিং চেষ্টা চালিয়েও পারেননি শেষ পর্যন্ত। তাদের আগে ওপেনিংয়ে ২৭ বলে ৩৩ রান করেন পার্থিব প্যাটেল। আর জস বাটলারের কাছ থেকে আসে ১৭ রান।

পুনের জয়ের নায়ক বেন স্টোকস এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা পুনেকে দারূণ শুরু এনে দেন দুই ওপেনার আজিঙ্কা রাহানে (৩৮) ও রাহুল ত্রিপাথি (৪৫)। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭৬ রান। তাদের গড়ে দেওয়া ভিতের ওর দাঁড়িয়ে খুব একটা সুবিধা করতে পারেননি স্টিভেন স্মিথ (১৭) ও মহেন্দ্র সিং ধোনি (৭)। তবে বেন স্টোকস (১২ বলে ১৭) ও মনোজ তিওয়ারির (১৩ বলে ২২) ছোট হলেও ঝোড়ো দুটো ইনিংসের ওপর ভর দিয়ে ১৬০ রানে শেষ হয় পুনের ইনিংস।

ম্যাচসেরার পুরস্কার জেতা স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে ওই স্কোরেই ৩ রানের জয় পায় পুনে। টেন্ডুলকারকে তাই জন্মদিনের উপহার দেওয়া হয়নি মুম্বাইয়ের। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!