X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্যাটসম্যানদের দাপটে হায়দরাবাদের জয়

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৭, ০০:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ০০:১৫

শিখর ধাওয়ান খেলেছেন ৭৭ রানের ইনিংস ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেললেন শন মার্শ, তবু পারলেন না কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতাতে। শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন ও ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদের বিশাল লক্ষ্যটা যে পেরোতে পারেনি তারা। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে হায়দরাবাদ ২০৭ রান করে কঠিন লক্ষ্যই ছুড়ে দেয় পঞ্জাবের দিকে। যে লক্ষ্যের পিছে ছুটতে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের দল নির্ধারিত ওভার শেষে করতে পারে ১৮১ রান। তাতে ২৬ রানের জয়ে তৃতীয় স্থানটা সুসংহত করল হায়দরাবাদ।

আবারও ব্যাট হাতে হায়দরাবাদকে দারুণ শুরু এনে দেন ধাওয়ান-ওয়ার্নার। পাঞ্জাবের মাঠে তারা উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৭ রান। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। ২৭ বলে ওয়ার্নার খেলেন ৫১ রানের ইনিংস, যাতে ছিল ৪টি চার ও সমান সংখ্যক ছয়ের মার। ধাওয়ান ছাড়িয়ে যান তাকেও, বাঁহাতি এই ব্যাটসম্যান ৪৮ বলে করেন ৭৭ রান। ঝোড়ো ইনিংসটি ভারতীয় ওপেনার সাজান ৯ চার ও এক ছক্কায়। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে রানের চাকা সচল রাখেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক ছিলেন তাদের চেয়েও মারমুখী। ২৭ বলে তিনি খেলেন হার না মানা ৫৪ রানের ইনিংস।

২০৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শন মার্শ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি পাঞ্জাবের। মাত্র ৩ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন মানন বোহরা। আরেক ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ২৩ রান। অধিনায়ক ম্যাক্সওয়েল তো রানের খাতাই পারেননি খুলতে। এউইন মরগান আশা জাগিয়েও আউট হয়ে যান ২৬ রান করে। তবে একাই লড়াই চালিয়ে গেছেন মার্শ। ৫০ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলে জয়ের সম্ভাবনা তৈরি করলেও ব্যর্থ হয়েছেন এই অস্ট্রেলিয়ান। শেষ পর্যন্ত ১৮১ রানে থামে পাঞ্জাব।

ম্যাক্সওয়েলদের ব্যাট হাতে সুবিধা করতে দেয়নি হায়দরাবাদের বোলাররা। সবচেয়ে সফল সিদ্ধার্থ কুল ৩৬ রানে নেন ৩ উইকেট। তার সমান উইকেট পেয়েছেন আশিষ নেহরাও। আর ভুবনেশ্বর কুমার ২৭ রানে নেন ২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী