X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ব্যাচেলর’ নুরুল হাসানের শেষ ঈদ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৭, ১৯:০২আপডেট : ২৬ জুন ২০১৭, ১৯:০৩

নুরুল হাসান পেশাগত জীবনের চিন্তা-ভাবনা আপাতত বাদ! নুরুল হাসান সোহানের চারপাশে এখন কেবল শুভ পরিণয়ের আবহ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ক্রিকেটার এবং তার পরিবারের ব্যস্ত সময় কাটছে বিয়ের অনুষ্ঠানের আয়োজনে। ঈদ ও বিবাহোত্তর সংবর্ধনা মিলে এই পরিবারে ঝরছে আনন্দধারা।

আগামী ৩০ জুন খুলনার ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন নুরুল হাসান। ‘এলিজিবল ব্যাচেলর’ নুরুল প্রবেশ করবেন দাম্পত্য জীবনে। চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে বাগদান হয় নুরুল ও তাসনিমের। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ৫০ দিনের সফর শেষ করেই জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী ৩০ জুন খুলনা ক্লাবে হবে বিবাহোত্তর সংবর্ধনা।

জীবনের বাঁক বদলের মুহূর্তে ‘ব্যাচেলর’ নুরুল কিছুই বুঝে উঠতে পারছেন না। শুধু এটুকুই বুঝতে পারছেন, বিয়ের পর দায়িত্ব যাবে বেড়ে। ‘বাংলা ট্রিবিউনকে’ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আসলে অন্যভাবে কিছু ভাবছি না। স্বাভাবিকভাবেই দেখছি সব কিছু। নতুন কিছু করতে যাচ্ছি কিংবা জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে, সত্যি কথা বলতে সেভাবে ভেবে দেখিনি।’

অন্য সব কিছু বাদ দিলে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঠিকই বুঝতে পারছেন ব্যাচেলর জীবনের শেষ ঈদ তার এবার, ‘আমার ব্যাচেলর জীবনের শেষ ঈদ এটা। পরের ঈদটা যখন আসবে, তখন আমি ডাবল থাকব। তাই এই ঈদটা নিজের মতো করেই কাটাব।’

মুখে বললেও নুরুল ঈদটা নিজের মতো করে কাটাতে পারবেন আর কই! ঈদের দুইদিন পরই আরেক আনন্দ তাদের পরিবারে। ইতিমধ্যেই বিয়ের নানা আয়োজন সম্পন্ন হয়েছে খুলনার দৌলতপুরের কাজী ভবনে, ‘ঈদের আগেই আমাদের বাসাতে ঈদ শুরু হয়ে গেছে। আত্মীয়-স্বজন এবং কাছের বন্ধু-বান্ধব সবার মধ্যেই উৎসব ভাব চলে এসেছে। ৩০ তারিখ পর্যন্ত এমন উৎসব চলবে।’

দাম্পত্য জীবন শুরুর আগে ‘দুই’ জীবনের পার্থক্যটা নির্ণয় করলেন এভাবে, ‘বিয়ের পর দায়িত্ব বোধের বিষয়টি আরও বাড়বে। এটা তো এমনিতেই চলে আসে। সত্যি কথা বলতে আসলে বুঝছি না কী হবে (হাসি)। সামনে কি কোনও ভীতিকর কিছু আছে, নাকি আগের মতোই জীবন-যাপন করতে পারব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা