X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘তামিমের বিষয়ে বাড়াবাড়ি না করাই উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ২১:২৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২১:২৭

তামিম ইকবাল এসেক্সের হয়ে ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন তিনি। পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে ‘হেইট ক্রাইম’-এর শিকার হয়েছেন তামিম ও তার পরিবার। বিষয়টি ‘স্পর্শকাতর’ বলেই হয়তো ঘটনাটা অস্বীকার করেছেন বাংলাদেশের সেরা ওপেনার।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করছেন, কোনও ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা ঘটে থাকলে রিপোর্ট করা উচিত ছিল তামিমের। শুক্রবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বিষয়টি স্পর্শকাতর। স্পর্শকাতর এই অর্থে যে এর একটা প্রভাব কিন্তু আছে। তেমন কিছু হলে থানায় একটা সাধারণ ডায়েরি করা উচিত ছিল। যদিও আমার মনে হয় না বিষয়টা অতোটা গুরুতর ছিল।’

টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে দিন কয়েক আগে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন তামিম। কিন্তু এক ম্যাচ খেলেই ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে দেশে ফিরে আসেন এই ওপেনার। সঙ্গে জন্ম দেন একটি প্রশ্ন- কেন ফিরে এলেন তিনি? ইংল্যান্ডের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রাতের খাবার খেতে একটি রেস্টুরেন্টে স্ত্রী ও সন্তানকে নিয়ে গিয়েছিলেন তামিম। আর সেখানেই ‘হেইট ক্রাইম’-এর শিকার হয় তার পরিবার। যদিও ফেসবুকের অফিসিয়াল পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম এমন তথ্য উড়িয়ে দিয়েছেন। এ ব্যাপারে তামিমের পাশেই আছেন বিসিবি সভাপতি, ‘এখন পর্যন্ত বিষয়টিকে ব্যক্তিগত বলেই মনে করছে তামিম। আমার মনে হয়, এ নিয়ে কথা না বাড়ানোই উচিত। সে এটা নিয়ে বাড়াবাড়ি করতে চায় না, কোনও কিছু প্রকাশ করতে চায় না। বরং এখানেই ব্যাপারটা শেষ করতে চায়। এমনকি সেজন্য অনুরোধও করেছে।’

নাজমুল হাসানের মতে, প্রত্যেকেরই তামিমের অনুরোধ রাখা উচিত এ মুহূর্তে, ‘আমার মনে হয় তামিমের মতো খেলোয়াড়কে আমাদের সম্মান জানানো উচিত। আমাদের উচিত এখানেই বিষয়টি শেষ করে দেওয়া। তবে তামিম এ বিষয়ে বিসিবির কাছে কোনও অভিযোগ করলে আমরা নিঃসন্দেহে তা দেখবো।’

/এফআইআর/এএআর/

আরও পড়ুন:

আক্রমণের ঘটনা সত্য নয়: তামিম

তামিমের ফেরা নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড়

সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ