X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খেলার ধরন পাল্টাবেন না সাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ২০:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৭, ২০:৪৬

খেলার ধরন পাল্টাবেন না সাব্বির ব্যাটিং অর্ডারে তার জায়গা যেমন উঠা-নামা করে, পারফরম্যান্সের গ্রাফের অবস্থাটাও ঠিক তেমন। কিছুতেই ধারাবাহিক হতে পারছেন না সাব্বির রহমান। চ্যাম্পিয়নস ট্রফিতে তো একেবারেই জ্বলে উঠতে পারেননি এই ব্যাটসম্যান। ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসরে তার সর্বোচ্চ ইনিংস ছিল ২৪ রানের! হতাশার এক মিশন শেষে ফিটনেস ক্যাম্প দিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাব্বির। অবশ্য ব্যর্থতার গাড়ি চলমান থাকলেও নিজের ব্যাটিংয়ে কোনও বদল আনতে রাজি নন এই ব্যাটসম্যান। স্বভাবসুলভ ব্যাটিংই করে যেতে চান সামনে দিনগুলোতে।

জাতীয় দলে আসাটা তিন বছর পেরিয়ে গেছে সাব্বিরের। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট আঙিনাতেও পা রেখেছেন তিনি। পরিণত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে। প্রত্যাশার চাপটা তাই তার ওপর থাকে সবসময়। যদিও চাপ কখনও চেপে ধরতে পারেনি বলেই বৃহস্পতিবার জানিয়েছেন সাংবাদিকদের, ‘আসলে ওই রকম কিছু নেই। তবে এটাও মানতে হবে চাপ একটা বড় বিষয়। ক্রিকেট এমন একটা খেলা, যেখানে আপনি চাপ নিতে জানতে শিখলে আসতেই থাকবে। আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকি, যে জায়াগায় কিংবা যেভাবে খেলার জন্য কোচ কিংবা টিম চাইবে, আমি সেভাবেই খেলব।’

দলের দরকারে সবসময় প্রস্তুত থাকলেও নিজের খেলার ধাঁচ মোটেও পাল্টাতে চান না সাব্বির। নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়েই যেতে চান এগিয়ে, ‘কিন্তু আমি আমার খেলার ধরন পরিবর্তন করব না। আমি যেভাবে খেলছি, সেভাবেই খেলব। ওভাবে খেলেই কিন্তু সফল হয়েছি শেষ দুই-আড়াই বছর।’ মাত্র কয়েক ম্যাচের পারফরম্যান্স দিয়ে কোন কিছুর মূল্যায়ন করতেও রাজি নন ২৫ বছর বয়সী এই তারকা, ‘তিন-চার ম্যাচের ধারণা থেকে আমি কেন পরিবর্তন করব (খেলার ধরন)? আমি এভাবেই খেলার চেষ্টা করব।’

কিন্তু এটাও তো সত্য আগ্রাসী ব্যাটিংয়ে মোটেও সুবিধা করতে পারছেন না তিনি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির এর বড় প্রমাণ। তবে বারবার ব্যাটিং অর্ডারের পরিবর্তনটাও স্থির হতে দিচ্ছে না তাকে। সাব্বির নিজেও বুঝতে পারছেন, তাই বললেন, ‘সমস্যাটা হচ্ছে আমি রান করতে পারিনি। যদি রান  পেতাম তাহলে ৫, ৬, ৭, ৯, ১০ নম্বর পজিশন কোনও ব্যাপার ছিল না।  রানটা বড় বিষয়।’ সঙ্গে যোগ করলেন, ‘চেষ্টা করব যে পজিশনেই খেলি না কেন, রান করার জন্য। আরও ভালো খেলার জন্য। অবশ্যই আমার পছন্দ বড় বিষয় না; দল প্রথম, আমি সবসময় দলকে প্রথমে দেখি। দল যেখানে চায়, সেখানেই আমি খেলার চেষ্টা করি।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ