X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে সহজে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ২১:১৮আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২১:২৪

কোহলি ও ধাওয়ানের ব্যাটে সহজ জয় ভারতের ব্যাটিংয়ে দারুণ শুরু শ্রীলঙ্কার, কিন্তু শেষটা হলো বাজে। ভারতের স্পিনারদের কাছে ভেস্তে গেছে তাদের শুভ সূচনা। ২১৭ রানের লক্ষ্যে নেমে বাকি কাজটুকু স্বাচ্ছন্দ্যে করেছেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত শুরু করেছে ৯ উইকেটে জিতে।

রবিবার ডাম্বুলায় টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতে সিদ্ধান্তের ফায়দা তুলতে পারেনি সফরকারীরা। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। নিরোশান ডিকবেলা ও দানুশকা গুনাথিলাকার জুটি ছিল আত্মবিশ্বাসী। তবে ৭৪ রানের এ জুটি ভেঙে দেন যুজবেন্দ্র চাহাল। ৩৫ রানে মাঠ ছাড়েন গুনাথিলাকা।

তিন উইকেটের একটি নিয়ে অক্ষরের উদযাপন কুশল মেন্ডিস উপযুক্ত সঙ্গ দিয়েছিলেন ডিকবেলাকে। ৬৫ রান করেন তারা। ৭৪ বলে ৮ চারে ৬৪ রান করে কেদার যাদবের শিকার ডিকবেলা। ১৩৯ রানে দ্বিতীয় উইকেটটি হারায় লঙ্কানরা। এর পর বিপর্যয়। ডিকবেলা-গুনাথিলাকার পর কেবল মেন্ডিস (৩৬), উপুল থারাঙ্গা (১৩) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (৩৬) দুই অঙ্কের ঘরে রান করেছেন।

৭৭ রানের ব্যবধানে শ্রীলঙ্কার শেষ ৯ উইকেট তুলে নিতে চাহাল ও যাদবের সঙ্গে যোগ দেন আরেক স্পিনার অক্ষর প্যাটেল। এ বাঁহাতি স্পিনার সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। বাকি দুজন পান দুটি করে উইকেট। ৪৩.২ ওভারে ২১৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। তিন স্পিনারের সফলতার দিনে পেসার যশপ্রীত বুমরাহ ২টি উইকেট পান।

ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি করে উল্লসিত ধাওয়ান লক্ষ্যে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। রোহিত শর্মা ৪ রানে রান আউট হওয়ার পর আর কোনও ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরতে হয়নি। ১৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ধাওয়ান ও কোহলি দলকে জেতান। ৭১ বলে ১৬ চার  ও ২ ছয়ে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি করা ধাওয়ান অপরাজিত ছিলেন ১৩২ রানে। তার ৯০ বলের ইনিংসে রয়েছে ২০টি চার ও ৩ ছয়। কোহলি টিকে ছিলেন ৭০ বলে ৮২ রানে, ১০ চার ও ১ ছয় মেরেছেন ভারতীয় অধিনায়ক। ২৮.৫ ওভারে ১ উইকেটে ২২০ রান করে সফরকারীরা।

আগামী ২৪ আগস্ট পাল্লেকেলেতে হবে দ্বিতীয় ওয়ানডে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৩.২ ওভারে ২১৬ (ডিকবেলা ৬৪, গুনাথিলাকা ৩৫, মেন্ডিস ৩৬, ম্যাথুজ ৩৬; অক্ষর ৩/৩৪, যাদব ২/২৬, চাহাল ২/৬০, বুমরাহ ২/২২)

ভারত: ২৮.৫ ওভারে ২২০/১ (রোহিত ৪, ধাওয়ান ১৩২*, কোহলি ৮২*; মালিঙ্গা ০/৫২, সান্দাকান ০/৬৩)

ম্যাচসেরা: শিখর ধাওয়ান

ফল: ভারত জয়ী ৯ উইকেটে

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
প্রাতিষ্ঠানিক কল-কারখানায় কোনও শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
বিশৃঙ্খলার কারণে তিন খেলোয়াড় ৫ বছর নিষিদ্ধ 
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
চুনা পাথর নিয়ে দেশে আসছে এমভি আবদুল্লাহ, পৌঁছাবে কোনদিন?
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও