X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৯:২৪আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২০:২৩

অনুশীলনে মিরাজের সঙ্গে তামিম। ছবি-সাজ্জাদ হোসেন টেস্ট ক্রিকেটে দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রায় এক যুগে বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে অনেকখানি, অস্ট্রেলিয়ারও আগের সেই প্রতাপ নেই। গত কয়েক বছরে ঘরের মাঠের পারফরম্যান্স দুই টেস্টের সিরিজে অনুপ্রাণিত করবেই টাইগারদের। তামিম ইকবালের কণ্ঠেও ‘হোম কন্ডিশন’ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া-বধের সংকল্প।

বুধবার গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সেই সংকল্পের কথা জানিয়ে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানের মন্তব্য, ‘আমরা ঘরের মাঠে খেলছি, তাই বাড়তি সুবিধা পাবো। পাঁচ দিন প্রত্যেক সেশন ভালো খেলে লড়াই করেই জিততে হবে আমাদের। তবে অস্ট্রেলিয়া পেশাদার দল, টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা দল। ওদের হারাতে হলে আমাদের প্রতিটি বিভাগেই ভালো খেলতে হবে, ছোটখাট প্রতিটি বিষয়ে সাফল্য পেতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল হওয়া যে ভীষণ কঠিন, সবারই জানা। তবে প্রতিপক্ষের নাম দেখে নয়, নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়ে সাফল্য পেতে উন্মুখ টাইগাররা। টেস্ট দলের সহ-অধিনায়ক তামিমও জানালেন সে কথা, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করা সহজ নয়। আমরা অবশ্য সব বিষয় মাথায় রেখে এগিয়ে যাচ্ছি। এই সিরিজের জন্য আমরা দেড় মাস ধরে অনুশীলন করছি। অনুশীলনে প্রায় সব সমস্যারই সমাধান হয়েছে। এখন শুধু মাঠে কার্যকর করার পালা। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’

গত বছর স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। এবারও স্পিনাররা হয়ে উঠতে পারেন সিরিজের ভাগ্যনির্ধারক। টাইগারদের সুবিধার জন্য মিরপুর ও চট্টগ্রামের পিচ স্পিনসহায়ক হওয়ার জোরালো সম্ভাবনা। তামিম অবশ্য এক্ষেত্রে নিজেদের এগিয়ে রাখতে রাজি নন, ‘আমাদের যেমন ভালো স্পিনার আছে, তেমনই ওদেরও ভালো মানের কয়েকজন স্পিনার আছে। বিশেষ করে নাথান লিয়ন তো খুব ভালো স্পিনার। তাই আমাদের সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। স্পিন উইকেট বানালেই জিতে যাবো, এমন ভাবার কোনও কারণ নেই। উইকেট যেমনই হোক, যারা পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটাতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে