X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শিরোপার লক্ষ্যে শ্রীলঙ্কা যাচ্ছে ইউল্যাব ক্রিকেট টিম

ফাহিম হোসেন মাজনুন
৩০ আগস্ট ২০১৭, ১৮:৩৭আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৮:৩৯

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইউল্যাব ক্রিকেট টিমের কোচ সারোয়ার ইমরান শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ক্রিকেটেও বেশ সুনাম কুড়িয়েছে এ প্রতিষ্ঠান। চতুর্থবারের মতো তারা অংশ নিতে যাচ্ছে রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালসে। আগামী ১০-১৬ সেপ্টেম্বরে ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কার কলম্বোতে। বুধবার ইউল্যাব ক্যাম্পাস-এ’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভালো কিছু অর্জনের আশ্বাস দেন দলের অধিনায়ক ও কোচ।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এ বছর চ্যাম্পিয়ন হওয়ায় টানা দ্বিতীয়বার ক্যাম্পাস ক্রিকেটের বিশ্ব মঞ্চে লড়বে ইউল্যাব। এর আগে ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে তারা খেলেছিল রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালসে। গতবার শিরোপার খুব কাছে গিয়েও হাতছাড়া হয়েছে, রানার্সআপ হয়েছিল তারা।

শিরোপা হারানোর ওই ব্যর্থতাকে এবার শক্তি হিসেবে নিচ্ছে ইউল্যাব। দলটির অধিনায়ক আঞ্জুম আহমেদ জেসি বলেন, ‘আমরা তিনবার খেলেছি এ প্রতিযোগিতায়। প্রতিপক্ষরা অচেনা হলেও অভিজ্ঞতায় এগিয়ে থাকব। যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে সন্তুষ্ট। আশা করি আমরা আবার ফাইনাল খেলব, শিরোপা জেতারও চেষ্টা থাকবে।’

গতবার দলের সঙ্গে যাওয়া হয়নি কোচ সারোয়ার ইমরানের। এবার দলের সঙ্গে থাকবেন বাংলাদেশের অন্যতম সফল এ কোচ। টুর্নামেন্টের পরিকল্পনা নিয়ে অবশ্য এখনই ভাবছেন না তিনি, ‘এখানে আসলে প্রতিপক্ষের দলগুলো সম্পর্কে জানার সুযোগ নেই। প্রতি বছর নতুন নতুন দল আসে। তাই কোনও পরিকল্পনা করছি না। তবে চেষ্টা থাকবে আগের চেয়ে ভালো করার।’

এ প্রতিযোগিতায় ইউল্যাব ছাড়াও খেলবে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্যাম্পাসভিত্তিক দল- শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, জিম্বাবুয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি, ভারতের মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), পাকিস্তানের জিন্নাহ গভর্নমেন্ট কলেজ নাজিমাবাদ, দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি (এনডব্লিউইউ)। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি অংশ নেবে। কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৮ সেপ্টেম্বর ২০১৭ শ্রীলংকায় পৌঁছাবে ইউল্যাব। 

টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ডঃ জহিরুল হক। এছাড়া সংবাদ সম্মেলনে ছিলেন ইউল্যাব ফিল্ডস স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও টিম ম্যানেজার মোঃ তৌফিক আজিজ, কমিউনিকেশনস অফিসের উপ-ব্যবস্থাপক আরিফুল হক, মোঃ ওয়াহিদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) ও অন্য কর্মকর্তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের নতুন ৩ বিচারপতির শ্রদ্ধা
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
বেসিস নির্বাচন: তথ্যপ্রযুক্তি সংগঠনে নারীর অংশগ্রহণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ