X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কবে দক্ষিণ আফ্রিকা যাবেন রুবেল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮

রুবেল হোসেন দক্ষিণ আফ্রিকায় পা রেখে তিনদিনের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অথচ পেসার রুবেল হোসেন এখনও দেশে! ভিসা সংক্রান্ত জটিলতায় তিনি দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি। কবে যেতে পারবেন, তা-ও পরিষ্কার নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য বলছে, দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে জানা যাবে। কিন্তু রুবেল বিমানে না ওঠা পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

গত শনিবার দলের সঙ্গে বিমানবন্দরে গিয়েও ফিরে আসতে হয় রুবেলকে। ইমিগ্রেশন পার হওয়ার পর তাকে জানিয়ে দেওয়া হয়, বোর্ডিং পাস দেওয়া হবে না। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচে তাই এই পেসারকে ছাড়াই খেলতে হবে টাইগারদের।    

বিসিবি অবশ্য দ্রুত সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা রুবেলের বিষয়টি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে। আশা করি, দুই-এক দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘রুবেলের সহ বাংলাদেশ দলের সব সদস্যের ভিসা কলম্বো থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার নিয়ম হলো, বিমানে ওঠার আগে তাদের ক্লিয়ারেন্স নিতে হবে। রুবেলের ক্লিয়ারেন্স আসেনি বলে সে যেতে পারেনি। আমরা বিষয়টি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে বোর্ডকে জানিয়েছি। তারা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছে। সেখান থেকে ক্লিয়ারেন্স এলেই রুবেল দক্ষিণ আফ্রিকা যেতে পারবে।’

কবে নাগাদ যেতে পারবেন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘এ ধরনের বিষয়ে সময় নির্ধারণ করা কঠিন। ক্লিয়ারেন্স পাওয়ার পরের অ্যাভেইলেবল ফ্লাইটেই আমরা তাকে তুলে দেওয়ার চেষ্টা করবো।’

প্রস্তুতি ম্যাচে না থাকলেও রুবেলের টেস্ট খেলা নিয়ে সংশয় দেখছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘ওর ভিসা প্রক্রিয়ায় কিছু ভুল ছিল, বিশেষ করে জন্ম তারিখ নিয়ে। সমস্যার সমাধান হতে দুই-একদিন লাগবে। আশা করি, টেস্ট সিরিজের আগেই সে যেতে পারবে।’

গত শনিবার দুই ভাগ হয়ে দেশ ছেড়েছিল ক্রিকেট দল। রুবেল ছিলেন দ্বিতীয় দলে। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, তাদের পাঠানো তালিকায় বিমান যাত্রীর নাম থাকতে হবে। কিন্তু সেই তালিকায় নাম না থাকায় বোর্ডিং পাস পাননি রুবেল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে