X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিসিবি নির্বাচনে নাজমুল হাসানের প্যানেল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ১৮:৪২আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৯:৪৩

মনোনয়নপত্র নিচ্ছেন নাজমুল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের জন্য ১৪ সদস্যের প্যানেল ঘোষণা করেছেন নাজমুল হাসান। শুক্রবার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগের প্যানেল থেকে দুটি পরিবর্তন এনে নতুন প্যানেল ঘোষণা করা হয়।

আগামী ৩১ অক্টোবর হবে বিসিবি নির্বাচন। পরিচালক পদে নির্বাচনের জন্য সদ্যবিদায়ী বোর্ড সভাপতি নাজমুল হাসানের প্যানেলে নতুন মুখ মাত্র একটি, আহমদ ইকবাল হাসানের পরিবর্তে ঢুকেছেন মনজুর কাদের। তিনি আগে জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছিলেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় একজন পরিচালক কমে যাওয়ায় প্রয়াত নাজমুল করিম টিংকুর জায়গায় কাউকে নেওয়ার প্রয়োজন হয়নি।

বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন। এর আগে এনএসসি থেকে তিনজন পরিচালক এলেও এবার একজন কমানো হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন কাউন্সিলররা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ অক্টোবর। আপিল গ্রহণ ও শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ অক্টোবর। 

মনোনয়নপত্র নেওয়ার পর নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘গতবার যারা ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচনে অংশ নিয়েছিল, তারাই এসেছে। অবশ্য দুটি পরিবর্তন এসেছে। বরিশাল বিভাগ থেকে দুজন মনোনয়নপত্র নিয়েছে, তাই সেখানে নির্বাচন হওয়ার কথা। ঢাকা বিভাগে দুজন পরিচালক থাকবে। সেখানে দুর্জয়ের সঙ্গে আরও ৩-৪ জন ফর্ম কিনেছে। কেউ মনোনয়নপত্র তুলে নিলে নির্বাচন হবে না।’ বোর্ডের সদ্যবিদায়ী সভাপতি অবশ্য প্রতিপক্ষকে স্বাগতই জানাচ্ছেন নির্বাচনে, ‘কেউ নির্বাচন করতে চাইলে আমরা তাকে সাধুবাদ জানাই। তবে আমি আমার প্যানেলের বাইরে যেতে পারবো না।’

শুক্রবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্যানেল ঘোষণার সময় নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের তেমন কোনও পরিবর্তন নেই। মনজুর কাদের গতবার মুন্সীগঞ্জ থেকে এলেও এবার তিনি এসেছেন ক্লাব থেকে। ইকবাল ভাই এতদিন কোনও বোর্ড মিটিংয়ে যোগ দেননি বলে আমরা ধরে নিয়েছি তিনি আর আসবেন না। উনার জায়গায় আমরা মনজুর কাদেরকে ক্লাব থেকে নিয়েছি। টিংকু ভাই (নাজমুল করিম টিংকু) মারা গেছেন, তার জায়গা জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পূরণ হয়ে গেছে।’ 

ক্যাটাগরি ১ এবং ৩ থেকে যাদের নেওয়া হয়েছে- 

নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা), আকরাম খান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আ জ ম নাছির উদ্দিন ( চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), কাজী ইনাম আহমেদ (যশোর জেলা ক্রীড়া সংস্থা), শেখ সোহেল (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা ক্রীড়া সংস্থা), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), খালেদ মাহমুদ সুজন (বিসিবি কর্তৃক মনোনীত, ক্যাটাগরি-৩)। 

ক্যাটাগরি ২ থেকে যাদের নেওয়া হয়েছে-

নাজমুল হাসান (ঢাকা আবাহনী লিমিটেড), আফজাল-উর-রহমান সিনহা (সূর্যতরুণ ক্লাব), মাহবুব-উল-আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আহমেদ সাজ্জাদুল আলম ববি (মিরপুর ক্রিকেট ক্লাব), এনায়েত হোসেন সিরাজ (আজাদ স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (শেখ জামাল ক্রিকেটার্স), জালাল ইউনুস (গ্রিন লিফ ক্রিকেট একাডেমি), লোকমান হোসেন ভূঁইয়া (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ড. ইসমাইল হায়দার মল্লিক (ব্রাদার্স ইউনিয়ন), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), তানজিল চৌধুরী (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), হানিফ ভূঁইয়া (র‌্যাপিড ফাউন্ডেশন) ও শওকত আজিজ রাসেল (পারটেক্স স্পোর্টিং ক্লাব)। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?