X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মহসিনের কাছে হার মেনেছে সব বাধা

রবিউল ইসলাম
২২ অক্টোবর ২০১৭, ২২:৩৩আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:৩৯

সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মহসিন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের প্রসঙ্গ এলেই ভেসে ওঠে একটি ছবি।  শারীরিক অক্ষমতা কাটিয়ে একের পর এক বিজয়নিশান উড়িয়েই যাচ্ছেন তিনি। তার পরিচয় কেবল ক্রিকেটার হিসেবে নয়, তিনি একজন সংগঠকও। শারীরিক অক্ষমতা মোহাম্মদ মহসিনের মনোবলে চিড় ধরাতে পারেনি। বরং সব বাধা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। শনিবার ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

ছোটবেলা থেকেই মহসিন ক্রিকেট ভালোবাসেন। তাই শারীরিক প্রতিবন্ধকতা ক্রিকেটের প্রতি তার প্রগাঢ় ভালোবাসাকে দমিয়ে রাখতে পারেনি। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে মহসিন ভেঙেছেন একের পর এক সীমাবদ্ধতা। মাত্র আট মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে দুই পায়ে চলার শক্তি হারান টঙ্গীর ছেলে মহসিন। তবে থেমে থাকেননি, হুইলচেয়ারে বসেই ক্রিকেট খেলা ও তার মতো অন্য ক্রিকেটারদের সংগঠিত করার কাজ ঠিকই করেছেন।

২০১০ সাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন মহসিন। নিজে প্রতিবন্ধী হয়েও অন্য প্রতিবন্ধীদের এক ছাদের নিচে নিয়ে আসার পুরস্কার উঠেছে তার হাতে।

শনিবার সাভারের শেখ হাসিনা যুব কেন্দ্রে এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নে ভূমিকা রাখা তারুণ্যনির্ভর ৩০টি সংগঠনের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

গাজীপুরের হুইলচেয়ার ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মহসিন এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং প্রতিবন্ধীদের প্রতি দায়বদ্ধতা আমাকে এমন কিছু করতে সাহায্য করেছে। দেশের জন্য কিছু করতে পেরে আমি সত্যিই গর্বিত।’

২০১০ সালে ফেসবুকে নিজের ছবি পোস্ট করেন মহসিন। সেই থেকে বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটের প্রতিচ্ছবি হয়ে আছেন তিনি। ২০১৪ সালে ভারতে একটি টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় মহসিনের নেতৃত্বাধীন দল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সেবার পুরস্কারও পেয়েছিলেন এই অদম্য যুবক।

প্রধানমন্ত্রীও পুরস্কার দিয়েছেন মহসিনকে তিনি শুধু একজন ক্রিকেটার নন, সফল সংগঠকও। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ জিতে মহসিনের কণ্ঠে প্রতিজ্ঞা, ‘এমন পুরস্কার প্রতিটি মানুষকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। আমি আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ। পুরস্কার শুধু অনুপ্রেরণাই জোগায় না, দায়িত্বও বাড়িয়ে দেয়। ভবিষ্যতে আমি নিজের অক্ষমতা জয় করে দেশের জন্য কিছু করতে চাই।’

শনিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক। মহসিনের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন তিনি। অভিভূত মহসিনের মন্তব্য, ‘তার সঙ্গে কথা বলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি সত্যিই ভাগ্যবান, এমন সম্মান পেয়েছি।’

সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন ও ক্রীড়া উন্নয়ন— এই তিনটি বিভাগে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। মহসিন পুরস্কার পেয়েছেন শিশু বা প্রতিবন্ধীদের সহায়ক কার্যক্রমের আওতায়। তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তুলে দেন সম্মাননা সার্টিফিকেট।

পুরস্কার হাতে নেওয়ার পর থেকেই একটা ঘোরের মধ্যে আছেন মহসিন। প্রধানমন্ত্রীর পুত্রের কাছ থেকে পুরস্কার নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সত্যি কথা বলতে, এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। আমি চাই আমাকে দেখে আমার মতো সমস্যা আক্রান্ত মানুষ মনোবল পাক, দেশ আর সমাজের সেবার এগিয়ে আসুক।’

কথা বলতে বলতে মহসিন ফিরে যান বছর খানেক আগে। ভারতে শিরোপা জিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন, ট্রফির পাশাপাশি পেয়েছিলেন এক কোটি টাকা পুরস্কার! তখনই স্বপ্ন দেখা শুরু মহসিনের, ‘প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলাম, তিনি আমার অনেক প্রশংসা করেছিলেন। স্বপ্ন দেখা শুরু তখন থেকেই। আর এখন আমার স্বপ্ন আকাশের মতো বড়!’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি