X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় ক্রিস গেইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৪৯


ঢাকায় পৌঁছার পর ক্রিস গেইল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন ক্রিস গেইল। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকায় পৌঁছান ক্যারিবিয়ান এই হার্ডহিটার ব্যাটসম্যান। আগের আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলা গেইল এবার মাঠ মাতাবেন রংপুরের হয়ে।

শনিবারের ম্যাচে মাঠে দেখা যেতে পারে গেইলকে। ওইদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রংপুর। গেইলের আসার আগেই আরেক বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম দলের সঙ্গে যোগ দিয়েছেন বুধবার। শনিবার কুমিল্লার বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে এই দুই ব্যাটসম্যানকে।

২০০৯ সালে গেইল ও ম্যাককালাম একসঙ্গে খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সে। দুজন ওপেন করেছিলেন পাঁচ ম্যাচে। এছাড়া আর কোনও বিদেশি লিগে বিশ্বের সেরা এই দুই তারকা খেলোয়াড়কে একসঙ্গে দেখা যায়নি।

ম্যাককালাম বুধবার ও বৃহস্পতিবার অনুশীলন করেছেন দলের সঙ্গে। যদিও গেইল সকালে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন করেননি। শুক্রবার ম্যাচের আগের দিন কোচ টম মুডি নতুন শিষ্যকে পাবেন অনুশীলনে।

বিপিএলে গেইল এখন পর্যন্ত খেলেছেন ১৫ ম্যাচ। যেখানে ৩ সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তার রান ৬৫০। অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৩০৯ ম্যাচ খেলে ১৮টি সেঞ্চুরি এবং ৬৫টি হাফসেঞ্চুরিতে করেছেন ১০,৫৭১ রান, যেখানে সর্বোচ্চ স্কোর ১৭৫ রানের।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের দুই ম্যাচ হেরে রংপুর খুব একটা স্বস্তিতে নেই। গেইল-ম্যাককালামকে পেয়ে তাদের অবস্থার উন্নতি হয় কিনা, তা দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা। রংপুরের ক্যাম্পে অবশ্য এখন উৎসবের আমেজ। এ দুই তারকা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারলে যে দুর্দান্ত হয়ে উঠবে মাশরাফির রংপুর রাইডার্স, এটা বলার অপেক্ষা রাখে না।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে