X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘তামিম-মুশফিকের সঙ্গে প্রতিযোগিতা উপভোগ করি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২২:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২২:২৩

প্রিয় বন্ধু তামিমের সঙ্গে লড়াই উপভোগ করেন সাকিব। ছবি-বিসিবি তামিম-সাকিব-মুশফিক বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। ভক্তদের বহুবার জয়ের আনন্দে ভাসিয়েছেন তারা। বেশি রান করা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, আর সেই প্রতিযোগিতা দারুণ উপভোগ করেন সাকিব।

শুক্রবার সাকিব-তামিম দুই বন্ধু দুটি মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার এবং তামিম পৌঁছেছেন ১১ হাজার রানের মাইলফলকে। অন্যদিকে মুশফিকের মোট রান ৮ হাজার ৯০৯।

তিন জনের প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, ‘এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমার কাছে খুব জরুরি মনে হয়। এমন প্রতিযোগিতা দলের জন্যও  ভালো। আমাদের তিনজনের রান খুব কাছাকাছি। প্রতি ম্যাচেই আমাদের চিন্তা থাকে কে বেশি রান করবে। স্কোরবোর্ডে যার বেশি রান থাকে, দিনশেষে সে স্বস্তিতে থাকে। এটা খুব ভালো একটা দিক। আমার কাছে মনে হয়, আমাদের তিনজনের এই প্রতিযোগিতা খুব ভালো। এটা যত দিন চলবে, আমাদের দল তত ভালো খেলবে।’

দুই বছর আগেও সাকিব আর তামিমের রান কাছাকাছি ছিল। কিন্তু এখন সাকিব কিছুটা পিছিয়ে পড়েছেন বন্ধুর চেয়ে। এ বিষয়ে তার অভিমত, ‘একজন ওপেনার বেশি রান করবেই। আর ৫-৬ নম্বরে নেমে রান করা কঠিন। তবে তিন নম্বরে নামার ফলে আমার রানও ভালো হবে।’

তিন ফরম্যাট মিলিয়ে ২৯৪ ম্যাচে (টেস্ট ৫১, ওয়ানডে ১৮২ ও টি-টোয়েন্টি ৬১)  সাকিবের এখন ১০ হাজার ১ রান। সংবাদ সম্মেলনে এই অর্জনের কথা জেনে তার প্রতিক্রিয়া, ‘আলহামদুলিল্লাহ! ল্যান্ডমার্ক ছুঁতে পারলে অবশ্যই ভালো লাগে। আরও মাইলফলক ছোঁয়ার চেষ্টা করবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর শ্রীলঙ্কানদের বিপক্ষে ১৬৩ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাট-বল হাতে জ্বলে উঠেছেন সাকিব। টুর্নামেন্টে রান করেছেন ১০৪ (৬৭+৩৭), আর উইকেট শিকার ৬টি। দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে তার অনুভূতি, ‘দলের জয়ে অবদান রাখতে সবসময় ভালো লাগে। এই টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো পারফর্ম করছি। ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ