X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আইকন খেলোয়াড়রা কে কোন দলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৩:০৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৩:৩৯

আইকন খেলোয়াড়রা কে কোন দলে ৫ ফেব্রুয়ারি শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। তার আগে শনিবার প্লেয়ারস ড্রাফটে ১২ দলের মধ্যে অগ্রণী ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন আইকন ক্যাটাগরি থেকে কোনও খেলোয়াড়কে নেয়নি।    

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো ডিপিএলের দলবদলও হয়েছে প্লেয়ারস বাই চয়েজ পদ্ধতিতে। ডিপিএলের জন্য ১২ আইকন খেলোয়াড় রাখা হয়েছিল, তাদের সঙ্গে ‘এ’ প্লাস ক্যাটাগরির এক ক্রিকেটার মিলিয়ে ১৩ জনকে লটারির মাধ্যমে দলে পেয়েছে ক্লাবগুলো।

আইকন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথম বিভাগ থেকে ওঠে আসা এই দলটি শক্তিশালী স্কোয়াড গড়েছে আফিফ হোসেন, সাদমান ইসলাম, সাইফউদ্দিন ও শুভাগত হোমের মতো খেলোয়াড়দের নিয়ে। তারা ধরে রেখেছে অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তৌহিদ হৃদয়কে।

এদিকে দুই আইকন খেলোয়াড় দলে পেয়েছে আবাহনী। নাসির হোসেন ও মেহেদী হাসান মিরাজ খেলবেন আবাহনীতে। এছাড়া মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুনকে আগেই রেখে দিয়েছে দলটি। তাসকিনকে ছেড়ে দিয়ে আবারও দলে ভিড়িয়েছে আবাহনী।

ত্রিদেশীয় সিরিজের সামনের দুই ম্যাচের দল থেকে বাদ পড়া ইমরুল কায়েসকে ভিড়িয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটি ধরে রেখেছে মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান ও আবু হায়দার রনিকে।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে দলে নিয়েছে মোহামেডান। একই সঙ্গে তাদের রেখে দেওয়া খেলোয়াড়রা হলেন- তাইজুল ইসলাম, রকিবুল হাসান জুনিয়র, শামসুর রহমান, রনি তালুকদার ও শুভাশীষ রায়।

তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। আশরাফুলের সঙ্গে দলটি ধরে রেখেছে তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ ও আবুল হাসানকে।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতির আইকন খেলোয়াড় এনামুল হক বিজয়। গতবার রেলিগেশন এড়ানো এই দলটির দায়িত্বে আছেন নাফিস ইকবাল। তাদের ধরে রাখা খেলোয়াড় হচ্ছেন- নাফিস ইকবাল, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, তানবীর ইসলাম, রাফসান আল মাহমুদ।

টেস্ট অধিনায়কত্ব হারানো মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূাপগঞ্জ। এই দলটি ধরে রেখেছে মোশাররফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান ও হামিদুল ইসলাম হিমেলকে।

আবাহনীর মতো দুই আইকন খেলোয়াড় লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তারা দলে রেখে দিয়েছে ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি ও মোহাম্মদ শরীফউল্লাহকে।

মাহমুদউল্লাহ ও রুবেল হোসেনকে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব  আগেই রেখে দিয়েছে মেহেদী মারুফ, জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র ও নাহিদুল ইসলামকে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব কোনও আইকন খেলোয়াড় নেয়নি। তারা ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা নাজমুল ইসলাম অপুকে ভিড়িয়েছে দলে। আর রেখে দিয়েছে জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান, তানবীর হায়দার ও মোহাম্মদ ইলিয়াসকে।

আইকন ক্রিকেটাররা কে কোন দলে:

ইমরুল কায়েস- গাজী গ্রুপ ক্রিকেটার্স।

লিটন দাস ও মোস্তাফিজুর রহমান- প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

নাসির হোসেন ও মেহেদী হাসান মিরাজ- আবাহনী লিমিটেড।

মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সাকিব আল হাসান- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

মুশফিকুর রহিম- লিজেন্ডস অব রূপগঞ্জ।

তামিম ইকবাল- কলাবাগান ক্রীড়া চক্র।

এনামুল হক বিজয়- খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

মাশরাফি বিন মুর্তজা- শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ