X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তবু সন্তুষ্ট নন সুজন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৭:২১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৭:৩৭

দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সঙ্গে বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ছবি-বিসিবি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জয়রথ ছুটছেই। তিন ম্যাচেই বোনাস পয়েন্ট সহ জিতে টাইগাররা এখন ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ মাশরাফির দলের জন্য নিছক আনুষ্ঠানিকতা। কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ‘বড় দল’। খালেদ মাহমুদ সুজন অবশ্য তা মনে করেন না।

হোটেল সোনারগাঁওয়ে বুধবার বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর সুজন সাংবাদিকদের বলেছেন, ‘আমি এখনও সন্তুষ্ট না। বড় দল হতে আরও অনেক গুণের প্রয়োজন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ করার সুযোগ ছিল, কিন্তু তারা পারেনি। বড় দলগুলোর টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে পরের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলে। বড় দল হওয়ার জন্য এ ধরনের সমস্যা দূর করা দরকার। যেদিন যে কোনও পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবো, সেদিনই আমরা বড় দল হয়ে উঠবো।’ 

বুধবার টাইগারদের অনুশীলন ছিল না, ক্রিকেটাররা বিশ্রাম নিয়েছেন হোটেলে। দুই-এক জন অবশ্য ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন। টানা তিন জয়ে পুরো দলই নির্ভার। সুজন বললেন, ‘দল যখন ভালো খেলে, তখন সব কিছুই ভালো লাগে। তারপরও আমাদের উন্নতি করার অনেক জায়গা আছে। সবাই অবশ্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।’

একটা বিষয়ে অবশ্য সন্তুষ্টি লুকিয়ে রাখতে পারেননি সুজন। টুর্নামেন্টের তিন ম্যাচেই বল হাতে শুরুতে সাফল্য পেয়েছে বাংলাদেশ। টেকনিক্যাল ডিরেক্টর তাই দারুণ খুশি, ‘অনেক দিন ধরে আমরা নতুন বলে উইকেট পাচ্ছিলাম না। তবে এই টুর্নামেন্টে বোলিংয়ে শুরুটা খুব ভালো হচ্ছে। কাল  ২১৬ রান ডিফেন্ড করে দারুণ জয় পেয়েছি। বোলারদের পারফরম্যান্স দেখে ভালো লাগছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে