X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সিলেটে খেলবেন তামিম!

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩২

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তামিমের অনুশীলন। ছবি-বিসিবি তামিম ইকবালের একেকটি শট যেন শঙ্কার কালো মেঘ দূর করে দিচ্ছিল। রবিবার শেষ টি-টোয়েন্টি, তার আগের দিন প্রায় আধা ঘণ্টা নেটে ব্যাটিং করলেন বাংলাদেশের সেরা ওপেনার। মোস্তাফিজ-মেহেদী-আফিফ-রুবেলদের বলে ডাউন দ্য উইকেটে এসে একের পর এক শট খেললেন, আর তা মুগ্ধ হয়ে দেখলেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

হাতের পেশির চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি। তবে আজ তামিমের ব্যাটিং বলে দিচ্ছিল, তিনি এখন অনেকটাই সুস্থ। সংবাদ সম্মেলনে সুখবরটা দেওয়ার সময় মাহমুদউল্লাহর মুখে ভেসে উঠলো চওড়া হাসি। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি, সে ফিট হয়ে যাবে ম্যাচের আগে। ইনশাল্লাহ আগামীকাল সে খেলবে।’

তামিম ফিরলে একটি পরিবর্তন আসবেই, সম্ভবত বাদ পড়বেন জাকির হাসান। শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে আরেকটি পরিবর্তন আসতে পারে। পেসার সাইফউদ্দিনের জায়গায় সিলেটের ‘ঘরের ছেলে’ আবু জায়েদ রাহীর অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। মাহমুদউল্লাহ অবশ্য একাদশ নিয়ে কিছু বলতে রাজি হলেন না, ‘আমরা টিম কম্বিনেশন নিয়ে আলোচনা করছি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই সেরা কম্বিনেশন দাঁড় করাবো। এখনও অবশ্য উইকেট দেখা হয়নি।’

গত বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে একসঙ্গে চারজনের অভিষেক হলেও নাজমুল ইসলাম অপু ছাড়া আর কেউ জ্বলে উঠতে পারেননি। তবে মাহমুদউল্লাহ দলের তরুণ ক্রিকেটারদের পাশেই আছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতেই পারফর্ম করা সহজ ব্যাপার নয়। ওদের অবশ্যই জাতীয় দলে খেলার সামর্থ্য আছে। ওরা দারুণ সম্ভাবনাময় ক্রিকেটার, আর সেজন্যই দলে সুযোগ পেয়েছে। এখনই ওদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা ঠিক হবে না।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করলেন সৌদিপ্রবাসী প্রেমিকা
নৌকার টিকিট পেলেন নায়েব আলী
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
‘কাপ্তাই লেকের হারানো যৌবন ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে’
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে