X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ফুটবল থেকে দূরে থাকা উচিত ক্রিকেটারদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ২২:০৫আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ২২:২৬

বিসিবির চিকিৎসকের মতে, ফুটবলের মতো শারীরিক সাংঘর্ষিক খেলা ক্রিকেটারদের ইনজুরির শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ফাইল ছবি-বিসিবি বাংলাদেশের ক্রিকেটে এখন ইনজুরির মিছিল চলছে। জাতীয় দলের বেশ কয়েক জন ক্রিকেটার ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) থেকে। সেজন্য ভীষণ দুশ্চিন্তায় বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

সিরাজগঞ্জে বন্ধুর বিয়ের দাওয়াতে গিয়ে ফুটবল খেলার সময় ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নাসির হোসেনের। সুস্থ হতে অস্ত্রোপচার প্রয়োজন এই অলরাউন্ডারের। আর অস্ত্রোপচার হলে অন্তত ৬ মাস থাকতে হবে মাঠের বাইরে।

তরুণ অফস্পিনার মেহেদী হাসানের কাঁধে আর পেসার তাসকিন আহমেদের পিঠে ইনজুরি। হাঁটুর চোটের কারণে তামিম ইকবালও মাঠের বাইরে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আগামী মাসে ক্রিকেটে ফিরতে পারেন দেশসেরা ওপেনার।

নাসিরের ইনজুরি সবচেয়ে বিস্মিত করেছে ক্রিকেট-মহলকে। প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়েও। এ বিষয়ে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেবাশীষ চৌধুরী বললেন, ‘ইনজুরি তো বলে-কয়ে আসে না, খেলতে গেলে ইনজুরি হতেই পারে। তবে অনেক সময় ক্রিকেটাররা ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে। গা গরমের জন্য যে ফুটবল খেলা হয়, সেখানে নিয়ম-কানুন তেমন মানা হয় না, তাই ইনজুরি বেশি হয়। ক্রিকেটারদের ফুটবলকে শুধুই একটা খেলা হিসেবে দেখা উচিত। ফুটবল খেলতে গিয়ে অনেক সময় লড়াকু মনোভাব চলে আসে, আর তখনই ঘটে বিপত্তি।’

ফুটবলের বদলে টেনিস, টেবিল টেনিস, গলফ বা ব্যাডমিন্টন খেলার পরামর্শ দিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। ফাইল ছবি-বিসিবি ফুটবলের বদলে অন্য কোনও খেলা বেছে নেওয়ার পরামর্শ দিলেন বিসিবির এই চিকিৎসক, ‘আমরা অবশ্যই চাই ক্রিকেটটাররা অন্য খেলা খেলুক। সেটা টেনিস, টেবিল টেনিস, গলফ বা ব্যাডমিন্টন হতে পারে। শুধু খেলাটা যেন শারীরিক সাংঘর্ষিক না হয়। অনুশীলনে গা গরমের জন্য ফুটবলের মতো শারীরিক সাংঘর্ষিক খেলা বেছে নিলে ইনজুরির শঙ্কা বাড়বেই।’

মিরাজের ইনজুরি নিয়ে দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় থেকেই কাঁধের ইনজুরি মিরাজকে ভোগাচ্ছে। ইদানীং ওর থ্রোয়িংয়ে সমস্যা হচ্ছিল। আমরা ইনজেকশন আর ফিজিওথেরাপি দিয়ে ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছি। ব্যথা না কমলে অপারেশনের প্রয়োজন হতে পারে। মোস্তাফিজেরও অনেকটা এ ধরনের ইনজুরি হয়েছিল।’

পিঠের ব্যথা নিয়ে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফি এবং ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তাসকিন। তবে ব্যথা বেড়ে যাওয়ায় বিসিএল খেলতে পারছেন না তিনি। তাসকিনের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসকের ব্যাখ্যা, ‘তিন/চার মাস ধরে তাসকিনের পিঠে ব্যথা। এটা অবশ্য পেস বোলারদের জন্য সাধারণ ব্যাপার। তাসকিনের অনুজ্জ্বল পারফরম্যান্সের অন্যতম কারণ সম্ভবত এই ব্যথা। আমরা ওষুধ আর ফিজিওথেরাপি দিয়ে ওকে সারিয়ে তোলার চেষ্টা করছি। এখনও অপারেশনের মতো পরিস্থিতি হয়নি।’

সব শেষে তামিমকে নিয়ে আশার কথা শোনালেন তিনি, ‘তামিমের ভালো উন্নতি হচ্ছে। আরও সপ্তাহ তিনেক লাগবে রিহ্যাব পুরো করতে। ওর ব্যাটিং করতে সমস্যা হচ্ছে না, তবে দৌড়াতে সমস্যা হচ্ছে। তারপরও ওর উন্নতি সন্তোষজনক।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী