X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

টেস্ট অভিষেক রাঙাতে চান রাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ২২:২১আপডেট : ১৯ জুন ২০১৮, ২২:২১

আবু জায়েদ রাহী (ছবি: নুরুন্নবী চৌধুরী) গত ফেব্রুয়ারিতে সিলেটের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আবু জায়েদ রাহীর। ৪ মাস পরই ডাক পেলেন টেস্ট দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ১৫ জনের টেস্ট দলে জায়গা পেয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। টি-টোয়েন্টিতে নিজের শুরুটা নিয়ে সন্তুষ্ট নন রাহী। তাই সুযোগ পেলে টেস্টের অভিষেকটা স্মরণীয় করতে চান তিনি।

টেস্টের একাদশে ডাক পেলে দারুণ কিছু করে দেখাতে আত্মবিশ্বাসী ৩ টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেওয়া রাহী। ৪ জুলাই থেকে শুরু এই সিরিজে জায়গা পাওয়ায় উচ্ছ্বসিত এই পেসার বাংলা ট্রিবিউনকে জানালেন, ‘টেস্টে দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সুযোগ পেয়ে ভালো লাগছে। ওখানে উইকেট পেসারদের জন্য দারুণ উপযোগী। আশা করি সুযোগ পেলে টি-টোয়েন্টির চেয়েও টেস্টে ভালো করতে পারব। যদিও আমি জানি, আমাকে কঠিন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে হবে। সুযোগ পেলে অবশ্যই টেস্ট অভিষকটা রাঙিয়ে দিতে চাইব।’

ঠিক কী কারণে আত্মবিশ্বাসী রাহী? মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো খেলার অভিজ্ঞতাই তাকে আশাবাদী করে তুলছে। ৬২ ম্যাচে ১৯২ উইকেট নিয়েছেন এই পেসার। লম্বা ফরম্যাটে নিজের অভিজ্ঞা নিয়ে রাহী বলেছেন, ‘টেস্টের প্রতি আলাদা আবেগ আমার আগে থেকেই আছে। ঘরোয়া ক্রিকেটে এই সংস্করণে অনেকদিন ধরেই খেলছি। ওখানে নিয়মিত উইকেটও পেয়ে আসছি। যে কারণে আমার আত্মবিশ্বাসটা ভালো। আশা করি নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারব।’

আফগানিস্তান সিরিজ শেষে দেশে ফিরে কোর্টনি ওয়ালশের অধীনে অনুশীলন করছিলেন বেশ কয়েক জন ক্রিকেটার। ওই অনুশীলনে বোলিং কোচের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে জেনেছেন বলে জানালেন রাহী, ‘কিছুদিন আগে অনুশীলন করেছিলাম। আমাদের সঙ্গে তখন ওয়ালশ ছিলেন। তার কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। ধারাবাহিকভাবে ধৈর্য্য ধরে এক জায়গায় বোলিং করে যেতে হবে। আমি বোলিংয়ের বৈচিত্র নিয়ে কাজ করেছি। আশা করি নিজেকের প্রমাণ করতে পারব।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের