X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় টেস্ট খেলতে জ্যামাইকায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ১৮:২৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৮:৫৭

সাকিবের অভিব্যক্তিই বলে দিচ্ছে, অ্যান্টিগায় কতটা ব্যর্থ ছিল দল দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকার কিংস্টনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১২ জুলাই কিংস্টনের স্যাবাইনা পার্কে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ও শেষ টেস্ট। অ্যান্টিগা থেকে সাকিব-তামিমদের নিরাপদে জ্যামাইকায় পৌঁছানোর তথ্য জানিয়েছেন দলের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

সোমবার স্থানীয় সময় রাত দেড়টায় জ্যামাইকায় পৌঁছায় বাংলাদেশ দল। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় স্যাবাইনা পার্কে অনুশীলন শুরু করার কথা ক্রিকেটারদের। অ্যান্টিগায় আড়াই দিনেরও কম সময়ে ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেছনে ফেলতে সাকিবদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

প্রথম টেস্টে বিধ্বস্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররা। বিসিবি সূত্রে জানা গেছে, শিষ্যদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ওপরেই সবচেয়ে জোর দিচ্ছেন নতুন কোচ স্টিভ রোডস।

তবে জ্যামাইকা টেস্টেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। অ্যান্টিগার মতো জ্যামাইকার উইকেটও দ্রুতগতির, বাউন্সি। অধিনায়ক সাকিব আল হাসান এবং দলের সফলতম ব্যাটসম্যান তামিম ইকবাল অবশ্য ঘুরে দাঁড়াতে আশাবাদী। তারা জানিয়েছেন, পেছনের ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ভালো খেলতে চেষ্টা করবে দল। বাংলাদেশের মানুষকে একটা ভালো টেস্ট ম্যাচ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে নুরুল হাসান সোহান ৬৪ করলেও ১৪৪ রানের বেশি করতে পারেনি তারা। ইনিংস ও ২১৯ রানে হেরে যাওয়া রোডসের শিষ্যদের সামনে এখন সিরিজ হারের শঙ্কা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস