X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চলে গেলেন আফজালুর রহমান সিনহা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৮, ০০:০৩আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ০১:১৭

আফজালুর রহমান সিনহা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। বুধবার ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবীণ এই ক্রীড়া সংগঠক।

বুধবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সিনহার অবস্থা খারাপের দিকে গেলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হলেও পরে তা খুলে নেওয়া হয়। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার রাত ১১টায় বাংলা ট্রিবিউনকে সিনহার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বরেণ্য এই ক্রীড়া সংগঠক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। থাইল্যান্ড থেকে ভারতের চেন্নাইতে গিয়েছিলেন চিকিৎসা নিতে। তারপরও অবস্থার কোনও উন্নতি হয়নি। শেষ পর্যন্ত ৬৮ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানতে হলো এই ক্রীড়া সংগঠককে।

তার মৃতদেহ কবে নাগাদ দেশে নিয়ে আসা হবে, এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্তে হয়নি বলে জানা গেছে পারিবারিক সূত্রে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান এবং আত্মীয়-স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সিনহার মৃত্যুতে বিসিবির পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এর বাইরে আবাহনী ও মোহামেডান ক্লাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাব দুটি জানিয়েছে, ‘আফজালুর রহমান সিনহার অকাল মৃত্যুতে মোহামেডান ও আবাহনী পরিবারের পরিচালক মন্ডলী, স্থায়ী সদস্য, কর্মচারীবৃন্দ সহ সবাই গভীরভারে শোকাহত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা