ঠাণ্ডা আর বৃষ্টির জন্য আয়ারল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের ক্রিকেটারদের ঠিক অনুকূলে নয়। তাছাড়া পিচও পেস-বান্ধব। তবে এমন বিরূপ পরিবেশে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স ভালোই। আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ এ ড্র করার পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তবু দেশে ফেরার পর মোহাম্মদ মিঠুনের কণ্ঠে আক্ষেপ।
রবিবার আয়ারল্যান্ড থেকে দেশে ফেরার পর মিরপুর ক্রিকেট একাডেমিতে মিঠুন সাংবাদিকদের বলেছেন, “সফরটা খুব খারাপ হয়নি, তবে আমরা আরও ভালো করতে পারতাম। আমাদের ওয়ানডে সিরিজ জেতা উচিত ছিল। অবশ্য ওদের দলটা অনেক ভালো ছিল। জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার ছিল আয়ারল্যান্ড ‘এ’ দলে।”
শেষ টি-টোয়েন্টিতে ম্যাচ জেতানো ৮০ রানের ইনিংস খেলা মিঠুন আইরিশদের ক্রিকেট অবকাঠামোর প্রশংসা করে বলেছেন, ‘আয়ারল্যান্ডের ক্রিকেট স্ট্রাকচার অনেক ভালো, সুযোগ-সুবিধা অনেকটা ইংল্যান্ডের মতো। ওদের ইনডোর, মেশিন, উইকেট সব কিছুই আন্তর্জাতিক মানের।’