X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মুশফিককে হারিয়ে বিপদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১

মুশফিককে হারিয়ে বিপদ বাড়লো ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারলেন না মুশফিকুর রহিম। এক ম্যাচ বিশ্রামে থেকে ভারতের বিপক্ষে ফেরা এই ব্যাটসম্যানের আউটে বিপদ আরও বাড়লো বাংলাদেশের। আর বিদায়ের আগে মোহাম্মদ মিঠুনের আউটে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেটে, স্কোর ২৫ ওভারে ৫ উইকেটে ৭৯ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে চরম বিপদের সময় হাল ধরেছিলেন মুশফিক। চমৎকার সেঞ্চুরিতে দলের জয়ের পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতের বিপক্ষেও প্রায় একই রকম অবস্থায় ক্রিজে আসেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। চমৎকার ব্যাটিংয়ে দলকে এগিয়েও নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে এবার বেশিদূর যেতে পারলেন না। রবীন্দ্র জাদেজার বলে যুজবেন্দ্র চাহালের হাতে ধরে পড়েন ২১ রান করে।

তার আউটের কিছু সময় আগেই বাংলাদেশ হারায় মোহাম্মদ মিঠুনের উইকেট। টানা দুই ম্যাচে ব্যর্থ তার ব্যাট। আফগানিস্তানের পর ভারতের বিপক্ষেও কিছু করতে পারলেন না তিনি। সেই জাদেজার বলেই এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন তিনি ৯ রান করে।

টানা দুই বলে চার মেরে সাকিবের বিদায়

টানা দুই বলে বাউন্ডারি মারার পর আবারও বিগ শট খেলতে গিয়ে ভুল করে বসলেন সাকিব আল হাসান। যে ভুলে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। সাকিবের বিদায়ে বাংলাদেশের স্কোর ১০ ওভারে ৩ উইকেটে ৪৪ রান।

অতিরিক্ত আক্রমণাত্মক হওয়ার খেসারত দিতে হলো সাকিবকে। রবীন্দ্র জাদেজার টানা দুই বলে দুই চার মারার পরের বলটাও লেগ সাইড দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক হলো না। শর্ট লেগে ধরা পড়েন তিনি শিখর ধাওয়ানের হাতে। যাওয়ার আগে ১২ বলে ৩ বাউন্ডারিতে করে যান ১৭ রান।

শুরুতেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ

ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরোতে পারলেন না লিটন দাস। আবারও হতাশ করেছেন তিনি। তার বিদায়ের পর আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও ফিরে গেছেন দ্রুত।

এশিয়া কাপে ওপেনিং দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন যাত্রা শুরু করেছিলেন লিটন। যদিও সুবর্ণ সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানের পর আফগানিস্তানের বিপক্ষে করেন ৬ রান। ভারতের বিপক্ষেও একই হাল এই ওপেনারের। মাত্র ৭ রান করে ফিরে গেছেন তিনি। ভুবনেশ্বর কুমারের শর্ট বলে পুল করতে গিয়ে ধরা পড়েন কেদার যাদবের হাতে।

লিটনের মতো একই অবস্থা তার ওপেনিং সঙ্গী নজামুল হোসেন শান্তর। তামিম ইকবালের ইনজুরিতে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি আফগানদের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে। তবে ভারতের বিপক্ষে পেয়েছিলেন আরেকটি সুযোগ। যদিও এবারও ব্যর্থ ২০ বছর বয়সী তরুণ। লিটনের আউটের পরপরই জসপ্রিৎ বুমরাহর শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৭ রান করে।

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচে ভারত টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে খেলার পরদিনই আবার মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। টানা দুদিন খেলার ধকল সামলানোও টাইগারদের জন্য চ্যালেঞ্জের। তাছাড়া আফগানদের বিপক্ষে হেরে যাওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার ব্যাপার তো থাকছেই ভারতের বিপক্ষে।

আফগানিস্তান ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিকুর রহিমকে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরেছেন সেঞ্চুরি দিয়ে এশিয়া কাপ শুরু করা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি ফেরায় একাদশে জায়গা হারিয়েছেন মুমিনুল হক। পরিবর্তন আছে আরও একটি। আফগানদের বিপক্ষে অভিষেকে বল হাতে আলো ছড়ানো আবু হায়দারের জায়গা হয়নি একাদশে। বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমান ফেরায় কপাল পুড়ছে এই পেসারের।

ভারতের একাদশে একটি পরিবর্তন প্রত্যাশিতই ছিল। পাকিস্তানের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া হার্দিক পান্ডিয়ার টুর্নামেন্টই শেষ হয়ে গেছে। তার জায়গায় বাংলাদেশের বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন আরেক অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিৎ বুমরাহ, যুজবেন্দ্র চাহাল।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে