X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুমিনুলের অন্যরকম কীর্তি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২২ নভেম্বর ২০১৮, ১৫:৫৭আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:০২

মুমিনুল হক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দুহাত ভরে দিচ্ছে মুমিনুল হককে। চলতি বছর চট্টগ্রামের এই মাঠে টানা তিন সেঞ্চুরির দেখা পেলেন তিনি। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া মুমিনুল চট্টগ্রামে ফিরেই তুলে নিলেন আরেকটি শতক। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছে এক ভেন্যুতে টানা তিন ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন মুমিনুল।

দেবেন্দ্র বিশুকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মেরে ৯২ থেকে ৯৮ রানে পৌঁছে যান মুমিনুল। পরের ওভারে অফ স্পিনার রোস্টন চেসের বল পয়েন্ট ও কাভারের মাঝখান দিয়ে সীমানাছাড়া করে তিন অঙ্কের ঘরে পৌঁছান। আর তাতেই ক্যারিয়ারের অষ্টম শতক পূর্ণ করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যায় তামিম ইকবালকে ছুঁয়ে ফেললেন তিনি।

ক্যারিয়ারের ৮ সেঞ্চুরির সবটাই মুমিনুল পেয়েছেন ঘরের মাঠে। দেশের বাইরে ৬টি হাফসেঞ্চুরি করলেও সেঞ্চুরির দেখা পাননি টেস্টে তিন নম্বরে বাংলাদেশের সেরা এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকাতে মুমিনুলের খেলা ৭৭ রান দেশের বাইরে তার ক্যারিয়ারসেরা ইনিংস।

বৃহস্পতিবার ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় মুমিনুল পূরণ করেন সেঞ্চুরি। আউট হওয়ার আগে ২৫২ মিনিট ক্রিজে থেকে ১৬৭ বলে ১০ চার ও ১ ছক্কায় খেলেন ১২০ রানের ইনিংস। চা বিরতির আগ পর্যন্ত ভালোই খেলছিলেন মুমিনুল, কিন্তু বিরতি থেকে ফিরে ভুল করে বসেন তিনি। অফ স্টাম্পের বেশ বাইরের বল অনায়াসেই ছেড়ে দেওয়া যেত, কিন্তু খেলতে গিয়ে শ্যানন গ্যাব্রিয়েলের শিকারে পরিণত হলেন তিনি।

বৃহস্পতিবার মুমিনুলের সেঞ্চুরিতেই পথে ফেরে বাংলাদেশ। দলীয় ১ রানে ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে টেনে তোলে ইমরুল-মুমিনুলের জুটি। দুজন মিলে গড়েন ১০৪ রানের জুটি। ইমরুল ফিরে গেলে মিঠুনকে সঙ্গে নিয়ে যোগ করেন তিনি ৪৮ রান। এরপর চতুর্থ উইকেট সাকিবকে সঙ্গে নিয়ে মুমিনুল গড়েন ৬৯ রানের কার্যকরী জুটি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি