X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঝড়ো সেঞ্চুরিতে তামিমের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩

তামিম ইকবাল ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের টার্গেটে নেমে বিসিবি একাদশকে দারুণ শুরু এনে দিলেন তামিম ইকবাল। এশিয়া কাপে ইনজুরিতে ছিটকে যাওয়ার পর মাঠে ফিরেই ব্যাটিং ঝড় তুললেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার। দুই মাসেরও বেশি সময় পর মাঠে নেমে সেঞ্চুরির দেখাও পেয়েছেন তিনি।

ইমরুল কায়েসের সঙ্গে মাত্র ৯ ওভারে ৮১ রানের জুটি গড়েন তামিম। ৩৪ বলে হাফসেঞ্চুরির পর শতক ছুঁয়েছেন তিনি ৭০ বল খেলে। ৭৩ বলে ১৩ চার ও ৪ ছয়ে ১০৭ রানে আউট হন এই ওপেনার। ২৩তম ওভারের পঞ্চম বলে স্টাম্পিং হন তামিম। দলীয় ১৯৫ রানে তিনি মাঠ ছাড়েন রোস্টন চেজের শিকার হয়ে। সৌম্য সরকারের সঙ্গে ১১৪ রানের জুটি ছিল তার। এর আগে  ইমরুল ২৫ বলে ৫ চারে ২৭ রানে আউট হন।

তার আগে ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবির বিপক্ষে ৮ উইকেটে ৩৩১ রান করে ক্যারিবিয়ানরা।

টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা হয় উইন্ডিজের। কিয়েরন পাওয়েল ও শাই হোপ একশ ছাড়ানো জুটি গড়েন। পাওয়েলকে ৪৩ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাজমুল ইসলাম।

ড্যানের ব্রাভোকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন হোপ। মেহেদী হাসান রানার কাছে এই জুটি বিচ্ছিন্ন হতেই ছোটখাটো বিপর্যয়ের মুখোমুখি হয় ক্যারিবিয়ানরা। ২৪ রানে ফেরেন ব্রাভো। ৮৪ বলে ৬ চার ও ৩ ছয়ে ৮১ রানের সেরা ইনিংস খেলেন হোপ।

২১৫ রানে ৬ উইকেট হারানো সফরকারীরা ঘুরে দাঁড়ায় চেজ ও ফ্যাবিয়ান অ্যালেনের জুটিতে। ডেথ ওভারে বোলারদের বাজে পারফরম্যান্সে ঝড় তোলেন তারা। অবশেষে ৪৭তম ওভারে অ্যালেনকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রুবেল হোসেন। ৩২ বলে ৮ চার ও ১ ছয়ে ৪৮ রান করেন উইন্ডিজ ব্যাটসম্যান।

চেজ ৫১ বলে ৬ চার ও ১ ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন। সুনীল আমব্রিসের সঙ্গে ৩৫ রানের অপরাজিত জুটিতে দলীয় স্কোর তিনশ পার করেন তিনি। আমব্রিস ১০ রানে অপরাজিত ছিলেন।

মাশরাফির বোলিং প্রস্তুতি হয়েছে ৮ ওভারে ১ মেডেনসহ ৩৭ রান দিয়ে একটি উইকেট নিয়ে। তার সঙ্গে ওয়ানডে দলে জায়গা পাওয়া রুবেল ও নাজমুল বিসিবির পক্ষে এদিন দুটি করে উইকেট নেন। এছাড়া দুই উইকেট পান মেহেদী। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা