X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আইপিএল নিলামে উপেক্ষিত মুশফিক-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪৯

আইপিএল নিলামে উপেক্ষিত মুশফিক-মাহমুদউল্লাহ ৩৫১ খেলোয়াড় এবার ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১২তম আসরের নিলাম তালিকায়। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন কেবল দুজন- মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। কিন্তু দুজনেই থাকলেন উপেক্ষিত।

৫০ লাখ ভিত্তি মূল্যে আইপিএলের নিলামে তালিকাভুক্ত হয়েছিলেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর। মঙ্গলবার জয়পুরের পিঙ্ক সিটিতে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশিদের নজর ছিল তাদের ওপর। হতাশই হতে হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। মুশফিকের নাম উঠলেও তাকে কেনার আগ্রহ দেখাল না কেউই। ২০১৬ সালের পর আবারও অবিক্রিত থেকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর নামই ওঠেনি মাহমুদউল্লাহর।

আইপিএলে গতবারের মতো এবারও সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন জয়দেব উনারকাট। গত আসরে সাড়ে ১১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস কিনেছিল তাকে। এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দেয় তাদের দামী খেলোয়াড়কে। ৮.৪ কোটি রুপিতে আবারও উনারকাটকে নিজেদের করে নিয়েছে রাজস্থান।

নিলামের প্রথম কয়েক ঘণ্টায় সবচেয়ে আলোড়ন তুলেছেন নতুন মুখ বরুন চক্রবর্তী। ২৭ বছরের এই রহস্যময় স্পিনারকে নিতে ৫ ফ্র্যাঞ্চাইজি লড়াই করেছে। মাত্র ২০ লাখ ভিত্তি মূল্য ছিল তার। শেষ পর্যন্ত ৮.৪ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েছেন বরুন। তাই এবারের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে উনারকাটের সঙ্গে আছেন তিনিও।

এই বছরের শুরুতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সেরা ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারান হয়েছেন সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড়। ৭.২ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েছেন ২০ বছর বয়সী উদীয়মান তারকা।

প্রথম রাউন্ডে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিং অবিক্রিত থাকলেও শেষ মুহূর্তে এক কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েছেন। কোন দল না পাওয়ার তালিকায় উল্লেখযোগ্য বড় নাম ব্রেন্ডন ম্যাককালাম, ডেল স্টেইন, হাশিম আমলা, মর্নে মরকেল ও চেতেশ্বর পূজারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ