বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা স্কোয়াডে জায়গা পেলেন রুমানা আহমেদ। সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টির একাদশে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০১৮ সালে তার দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি দিয়েছে আইসিসি।
বাংলাদেশের পুরুষ ক্রিকেটের সঙ্গে মহিলা দলের উন্নতির ছাপ স্পষ্ট। ২০১৮ সালটা দুর্দান্ত কেটেছে মেয়েদের ক্রিকেটে। শেষ হতে যাওয়া বছরেই ভারতকে হারিয়ে এশিয়ার কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টির ফরম্যাটে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা জেতার পথে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রুমানা। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পারফরম্যান্সের ধারা সচল রেখেছেন এই লেগ স্পিনার।
কুড়ি ওভারের ক্রিকেটে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন রুমানা। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে আইসিসির নির্বাচিত ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন। বল হাতে আলো ছড়ানো রুমানা তাদের ভোটে জায়গা পেয়েছেন স্কোয়াডে।
বাংলাদেশি লেগ স্পিনার টি-টোয়েন্টিতে ২০১৮ সালের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। ২৪ ম্যাচে রুমানার শিকার ৩০ উইকেট। যার মধ্যে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে পাওয়া ৪ উইকেট।
রুমানার সঙ্গে বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার- অ্যালিসা হিলি, এলিস পেরি, অ্যাশলি গার্ডনার ও মেগান শাট। ভারতের জায়গা পেয়েছেন তিনজন- স্মৃতি মন্দনা, হারমানপ্রিৎ কর ও পুনম যাদব। এছাড়া নিউজিল্যান্ডের সুজি বেটস ও লেই ক্যাসপেরাকের সঙ্গে আছেন ইংল্যান্ডের নাটালি সাইভার।
বর্ষসেরা টি-টোয়েন্টির ও ওয়ানডে দলের সঙ্গে আইসিসি ঘোষণা করেছে ২০১৮ সালে বর্ষসেরা মহিলা ক্রিকেটারের নামও। ভারতের স্মৃতি মন্দনা হয়েছেন এবারের বর্ষসেরা খেলোয়াড়। একই সঙ্গে এই ওপেনার নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। আইসিসি ওয়েবসাইট