X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৯:০৫

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ ধনুকের মতো বেঁকে তালুবন্দি করলেন বল, কিন্তু শূন্যে লাফিয়ে ওঠা আন্দ্রে রাসেল পা মাটিতে স্পর্শ করলেই ছক্কা! ছয় বাঁচাতে হয়তো বল ছুড়ে মারলেন মাঠের ভেতর, ততক্ষণে অবশ্য কিয়েরন পোলার্ড চলে এসেছেন তার কাছাকাছি। রাসেলের ছোড়া বল ধরে বিপিএল তো বটেই, ক্রিকেটের স্মরণীয় এক ক্যাচের জন্ম দিলেন পোলার্ড।

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ ক্যাচটা আবার যেনতেন ব্যাটসম্যানের নয়, তিনি ক্রিস গেইল। টি-টোয়েন্টিতে যার সামনে বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায় কয়েকগুণ। রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যানকে আউট করা মানে এমনিতেই উৎসবের মাত্রা বেড়ে যাওয়া, সেখানে দুই ক্যারিবিয়ান সতীর্থের যুগলবন্দিতে নেওয়া দুর্দান্ত এক ক্যাচে বাধভাঙা আনন্দে মাতোয়ারা ঢাকা ডায়নামইটস।

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ শুভাগত হোমের আগের বলে গেইলকে এলবিডাব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যাওয়া গেইল পরের বলেই মারতে চাইলেন ছক্কা। কিন্তু রাসেলের অসাধারণ প্রচেষ্টার পর পোলার্ডের ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ বোলারের ওপর দিয়ে গেইলের হাঁকানো বল স্ট্রেইট সীমানার ওপর দিয়ে পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু বল সোজা সীমানার কাছে থাকা রাসেল লাফিয়ে উঠলেন। অনেকটা বেঁকে বল তালুবন্দিও করলেন তিনি।

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ যদিও শূন্যে লাফিয়ে ওঠায় তার শরীরের পুরো অংশটাই তখন সীমানার ওপারে। মাটিতে পা স্পর্শ করলেই হয়ে যাবে ছক্কা। শূন্যে থাকা অবস্থাতেই রাসেল বল ছুঁড়ে মারলেন সীমানার ওপারে। ওই বলটি হাত দিয়ে ধরতে কোনও অসুবিধাই হয়নি আরেক ক্যারিবিয়ান পোলার্ডের। গেইলের আউটে পোলার্ডের নাম লেখা থাকলেও অসাধারণ এই ক্যাচের পুরো কৃতিত্বই রাসেলের।

রাসেল-পোলার্ডের যুগলবন্দিতে অবিশ্বাস্য ক্যাচ এবারই প্রথম নয়, রাসেল ও পোলার্ডের এমন চমৎকার ক্যাচের উদাহরণ আছে অনেকই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায়ই তারা শিরোনামে আসেন দুর্দান্ত ক্যাচের জন্য। এবার বাংলাদেশে তারা একসঙ্গে জন্ম দিলেন অনেকদিন স্মৃতিতে সাজিয়ে রাখার মতো এক ক্যাচের।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ