X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কোহলি-ধোনির ব্যাটে ভারতের সমতা

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১৮:০৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:১৫

সিরিজে ভারত সমতা ফেরাল কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও অ্যাডিলেড ওভালে জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল ভারত, এবার রঙিন জার্সিতে। এই অ্যাডিলেডেই তারা জয় দিয়ে শুরু করেছিল টেস্ট সিরিজ। ম্যাচসেরা বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে এবার দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল তারা।

৪ বল বাকি থাকতে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। শন মার্শের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৯৮ রান করে স্বাগতিকরা। জবাবে ৪৯.২ ওভারে ৪ উইকেটে ২৯৯ রান করে ভারত।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৬ রানে দুটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। এই ধাক্কা তারা সামলে ওঠে মার্শের সপ্তম সেঞ্চুরিতে। ৮ ইনিংসে তার চতুর্থ শতকে ভারতের সামনে বড় স্কোর দেওয়ার পথে ছিল সফরকারীরা। কিন্তু ইনিংসের শেষ দিকে মাত্র ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারালে তিনশ ছাড়িয়ে যেতে পারেনি অসিরা।

গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৯৪ রানের জুটি গড়েন মার্শ। এর আগে তিনটি পঞ্চাশ ছাড়ানো জুটি তিনি গড়েন উসমান খাজা (২১), পিটার হ্যান্ডসকম্ব (২০) ও মার্কাস স্টোইনিসকে (২৯) নিয়ে।

১২৩ বলে ১১ চার ও ৩ ছয়ে ১৩১ রানের সেরা ইনিংস খেলেন মার্শ। ৪৮ রান করেন ম্যাক্সওয়েল।

ভুবনেশ্বর কুমার সর্বোচ্চ ৪ উইকেট নেন ভারতের হয়ে। তিনটি পান মোহাম্মদ স্যামি।

লক্ষ্যে নামা ভারত কোনও বাধার মুখোমুখি হয়নি টপ অর্ডারে দারুণ কয়েকটি জুটিতে। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ৪৭ রানের জুটি ভাঙার পর কোহলি তিনটি পঞ্চাশ ছাড়ানো জুটি গড়েন। তবে ধোনির সঙ্গে তার ৮২ রানের জুটি গড়ে দিয়েছিল ভারতের জয়ের ভিত।

কোহলি ৩৮তম সেঞ্চুরি করে ঝাই রিচার্ডসনের শিকার হন ৪৪তম ওভারে। ১০৪ রানে তিনি আউট হলেও দিনেশ কার্তিককে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন ধোনি। ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৪ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস খেলেন কার্তিক। রোহিতের ৪৩ ও ধাওয়ানের ৩২ রান ভারতকে দারুণ শুরু এনে দেয়।

অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন ম্যাক্সওয়েল, রিচার্ডসন, জ্যাসন বেহরেনডর্ফ ও স্টোইনিস।

সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারত মুখোমুখি হবে ১৮ জানুয়ারি মেলবোর্নে। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস