X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘আমি যে পারি সেটা আজ করে দেখিয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

দুর্দান্ত বল করে কুমিল্লাকে জয় এনে দিয়েছেন সাইফউদ্দিন ‘আমি যে পারি সেটা আজ করে দেখিয়েছি’-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার সাইফউদ্দিনের মন্তব্য। শুক্রবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এক রানের নাটকীয় জয়ের পর সংবাদ সম্মেলনে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। শেষ ওভারে তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিখ্যাত আন্দ্রে রাসেলও প্রয়োজনীয় ১৩ রান নিতে পারেননি।

ডেথ ওভারে সাইফউদ্দিনের অভিজ্ঞতা ভালো নয়। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে একটি ম্যাচে তার শেষ ওভারে ৫টি ছক্কা সহ ৩১ রান নিয়েছিলেন ডেভিড মিলার। সে বছর বিপিএলে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিও ঝড় তুলেছিলেন তার বলে, এক ওভারে তুলে নিয়েছিলেন ৩২ রান। বিপিএলের ইতিহাসে সেটাই এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ওভার।

তবে সাইফউদ্দিন দমে যাননি, দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, ‘আমি মার খাবো, আর সেখান থেকেই শিখবো।’ এবারের বিপিএলে ডেথ ওভারে নিয়মিত বল করছেন তিনি, সাফল্যও পাচ্ছেন। শুক্রবার তো দুর্দান্ত পারফরম্যান্স। বোলিং ফিগারই (৪-১-২২-৪) বলে দিচ্ছে কতটা আগ্রাসী ছিলেন তিনি।

ম্যাচসেরার পুরস্কার জিতে সংবাদ সম্মেলনে প্রবেশ করতে প্রথম প্রশ্নই হলো মিলার- স্যামির বিস্ফোরক ব্যাটিং নিয়ে। সাইফউদ্দিন অভিমানের সুরে বললেন, ‘আমি প্রেস কনফারেন্সে এলেই আপনারা মিলারের কথা বলেন! যা হয়েছিল তা তো চলেই গেছে। আজকের ম্যাচে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। আমি যে পারি সেটা আজ করে দেখিয়েছি। আগামীতে এমন সুযোগ পেলে এভাবেই দলকে জেতাতে চাই।’

কুমিল্লার জয়ের নায়ককে আফ্রিদির অভিনন্দন গত তিন মৌসুম ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলছেন সাইফউদ্দিন। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে বিপিএলে সুযোগ পান তিনি। ফেনী থেকে উঠে আসা এই পেসার আঙুলের ইনজুরি নিয়েই বল করেছেন ঢাকার বিপক্ষে। জানালেন কুমিল্লার প্রতি তার বিশেষ ভালোবাসার কথা, ‘কুমিল্লা আমার ঘরের মতো। যখন কেউ আমাকে  চিনতো না, তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স সুযোগ দিয়েছিল। শুরুতে ভালো করিনি, তবু ম্যাচের পর ম্যাচ তারা আস্থা রেখেছিল আমার ওপরে। আজ আমি বিপিএলে নিজেকে প্রতিষ্ঠিত করেছি তাদের কারণে।’

ডেথ ওভারে বোলিং উপভোগ করেন জানিয়ে সাইফউদ্দিন বললেন, ‘আসলে অ্যাভারেজ প্লেয়ার হলে কোনও দাম নেই। মাঠে অনেক কিছু করে দেখাতে হয়। এটা মাথায় নিয়েই বল করি। আর আমি সবসময় চাপের মধ্যে বোলিং উপভোগ করি।’

শুধু শেষ ওভারে নয়, সাইফউদ্দিনের প্রত্যেক ওভারেই তার সঙ্গে কথা বলছিলেন তামিম ইকবাল, মূল্যবান পরামর্শ দিচ্ছিলেন। সেজন্য দেশসেরা ওপেনারকে ধন্যবাদ জানালেন তরুণ পেসার, ‘ঢাকার মতো বড় দলের বিপক্ষে জয় অনেক বড় ব্যাপার। বিশ্বসেরা দুই হিটার (আন্দ্রে রাসেল ও কিয়েরন পোলার্ড) ছিলেন উইকেটে। শেষ ওভারে আন্দ্রে রাসেলের বিপক্ষে ছক্কা খেলেও নিজের ওপরে বিশ্বাস হারাইনি। তামিম ভাইকে ধন্যবাদ, তিনি প্রতিটি বলের পর সাহস দিচ্ছিলেন। সামনে বিশ্বকাপ, তাই আমি চেষ্টা করেছি বাড়তি কিছু করার। কারণ, বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা ধরে রাখা খুব কঠিন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
তরমুজের ললি আইসক্রিম বানাবেন যেভাবে
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?