X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১২

কুশল মেন্ডিসের সঙ্গে সতীর্থদের জয় উদযাপন মাঠে ও মাঠের বাইরের ঝামেলায় জর্জর শ্রীলঙ্কা পা রেখেছিল দক্ষিণ আফ্রিকায়। দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছাড়া অনভিজ্ঞ একটি দলের কাছে ছিল না খুব বেশি প্রত্যাশা। কিন্তু মাত্র ৭ দিনেরও কম খেলে তারাই গড়লো ইতিহাস। এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর সফরকারী তৃতীয় দল হয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের দুর্লভ কীর্তি গড়েছে শ্রীলঙ্কা। শনিবার পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগে ৮ উইকেটে জিতেছে তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে তারা হোয়াইটওয়াশ করেছে ২-০ ব্যবধানে।

তৃতীয় দিন সকালে দুই দলই নেমেছিল জয়ের সম্ভাবনা নিয়ে। শ্রীলঙ্কার দরকার ছিল ১৩৭ রান, আর দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট। আসলে লাসিথ এম্বুলদেনিয়া চোটে থাকায় প্রোটিয়াদের দরকার ছিল ৭ উইকেট। কিন্তু কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দোর জুটি আর একটিও উইকেট নিতে দেয়নি স্বাগতিকদের। ৪৫.৪ ওভারে ২ উইকেটে ১৯৭ রান করে শ্রীলঙ্কা।

বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়লেন ওশাদা শ্রীলঙ্কার ১৯৭ রানের লক্ষ্যে কুশল খেলেছেন অনবদ্য এক ইনিংস। ১১০ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন। কুশল ম্যাচসেরা পারফরম্যান্স করেন ১৩টি চারে। তাকে দারুণ সঙ্গ দেন ওশাদা, ১০৬ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি।

দুজন একসঙ্গে ক্রিজে থেকে মোকাবিলা করেছেন ২১৩ বল, জুটি ১৬৩ রানের। সিরিজের প্রথম শতরানের জুটিতে শ্রীলঙ্কা সহজে পৌঁছায় লক্ষ্যে।

কুশল দিন শুরু করেন ১০ রানে, আর ওশাদা ১৭ রানে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ওশাদা প্রথম হাফসেঞ্চুরি করেন ৬৯ বলে ৭ চার ও ১ ছয়ে। কুশল নবম ফিফটি হাঁকান ৫২ বলে, ৯টি চারে। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি