X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অবসর নাও নিতে পারেন গেইল!

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫

ক্রিস গেইলের দানবীয় ব্যাটিং ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ঢুকেই ক্রিস গেইল জানান, বিশ্বকাপ খেলে একদিনের ক্রিকেটকে বিদায় বলবেন। কিন্তু গ্রেনাডায় রানবন্যার চতুর্থ ওয়ানডে শেষে দোটানায় পড়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। ১৬২ রানের অনবদ্য এক ইনিংস খেলার পর জানালেন, অবসর নাও নিতে পারেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন গেইল। তার ১৪টি ছয়ে সাজানো ইনিংসে চড়ে ক্যারিবিয়ানরা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তুলেছে। সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও গেইলের ব্যাট তাণ্ডব চালাচ্ছে।

তিন ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরি করলেন এই বাঁহাতি ওপেনার। ১১৫.৬৬ গড় ও ১২০.০৬ স্ট্রাইক রেটে রান ৩৪৭। ব্রায়ান লারার পর দ্বিতীয় উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করলেন গেইল। এমন পারফরম্যান্সের পর নিজেই অবাক। আর তাই তো ঘোষণার ১০ দিন পরই অবসর নিয়ে নতুন করে ভাবছেন ৩৯ বছর বয়সী ওপেনার।

ফিটনেস পুনরুদ্ধার করতে পারলে ওয়ানডেতে আরও খেলে যাবেন বললেন গেইল, ‘আমার খেলা অন্যতম রোমাঞ্চকর ম্যাচ এটা। চমৎকার একটা ইনিংস ছিল। আমি অনেক বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলি। তাই ৫০ ওভারের ক্রিকেটে ফেরা সবসময় কঠিন। কিন্তু এই সংস্করণে আমার শরীর বেশ মানিয়ে নিচ্ছে। আমাকে আরও একটু খাটতে হবে এবং তারপরই হয়তো আরও অন্যরকম ক্রিস গেইলকে দেখবেন, সম্ভবত। সবকিছু দ্রুত পাল্টে যায়। দেখা যাক কী হয়।’

আগের শরীরকে প্রাধান্য দিতে চান ৪০ ছুঁইছুঁই গেইল, ‘আসল ব্যাপার হলো শরীর। আমি এখন ৪০ এর কাছাকাছি। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবো কিনা? দেখা যাক। ধীরেসুস্থে ভাববো এটা।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি