X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নিঃসন্দেহে ভারত ও ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে: লারা

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৪:৫৮আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৫:০৮

নিঃসন্দেহে ভারত ও ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে: লারা দরজায় কড়া নাড়ছে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ডের টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনায় শক্তিমত্তার দিক থেকে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ‘নিঃসন্দেহে’ সেমিফাইনালে দেখছেন স্বাগতিক ইংল্যান্ড ও ভারতকে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ বড় সাক্ষাৎকার নিয়েছে লারার। সেখানেই তারা বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কারা হতে পারে, সে বিষয়ে প্রশ্ন করেছিল সাবেক ক্যারিবিয়ান ব্যাটসম্যানের কাছে। উত্তরে তিনি, ইংল্যান্ড ও ভারতকে রেখেছেন বিশ্বকাপের শেষ চারে।

চার সেমিফানালিস্ট বাছতে গিয়ে লারা বলেছেন, ‘সাধারণত প্রত্যকে দলের প্রথম এক বা দুই ম্যাচ খেলার পর আমি বাছাই করি (সেমিফাইনালিস্ট)। তবে যেহেতু জিজ্ঞেস করছেন... তাহলে ইংল্যান্ড? সাধারণত তাদের পেছনে আমি কোনও ঝুঁকি নেই না, কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ হারতে কখনও তারা ভুল করে না (হাসি)। তবে এবার তারা দুর্দান্ত। তাই তারা ও ভারত- আমি বিশ্বাস করি এই দুই দল নিঃসন্দেহে সেমিফাইনাল খেলবে।’

নিজের দেশ ওয়েস্ট ইন্ডিজকেও শেষ চারে দেখার আশা টেস্টের সর্বোচ্চ ইনিংসের মালিকের, ‘অন্য দলগুলোর ক্ষেত্রে এতটা নিঃসন্দেহে বলাটা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ সামঞ্জস্যপূর্ণ ক্রিকেট খেলছে। ইংল্যান্ড কিংবা ভারতকে আমরা হারিয়ে দিতে পারি। নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারিয়ে দিতে পারি। তবে বাংলাদেশ কিংবা আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলে সব শেষ হয়ে যাবে। তাই এই পরিস্থিতির মধ্যে পড়া যাবে না। ওয়েস্ট ইন্ডিজকে সেমিফাইনালে দেখতে পেলে ভালো লাগবে।’

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা নিয়ে লারার বক্তব্য, ‘গত দুটি (টি-টোয়েন্টি) বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ছিল চমকে ভরা। তারা সবসময়ই প্রতিপক্ষের মাথায় থাকে। তারা যে কোনও কিছু করে ফেলতে পারে। তাই আমার মনে হয় না, কোনও দল (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) ম্যাচ শুরুর আগেই চিন্তা করবে আমরা জিতে গিয়েছি।’

মুদ্রার উল্টো পিঠও দেখালেন তিনি, ‘অন্যদিকে আবার আমাদের শোচনীয় হারের ক্ষমতাও আছে। তাই অবাক করা উপাদানের দুটো দিকই আছে। একটা বিষয় কিন্তু বিস্ময়ের, আমাদের খেলোয়াড়রা বিশ্বে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেও দল হিসেবে তারা এক হয়ে খেলতে পারে। আমাদের দুটো টি-টোয়েন্টি শিরোপা তার প্রমাণ। ঐক্য এখানে মূল বিষয়।’ টাইমস অব ইন্ডিয়া

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ