X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘সাকিবকে না পাওয়া ভালো খবর হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ১২:৫৩আপডেট : ১৭ মে ২০১৯, ১২:৫৩

‘সাকিবকে না পাওয়া ভালো খবর হবে না’ আরেকটি ফাইনালে বাংলাদেশ, কিন্তু দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসানকে এই ম্যাচে দেখা যাবে কিনা এখনও জবাব মেলেনি। তিনি খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছেন মাশরাফি মুর্তজা। তবে তাকে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা হবে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

আর মাত্র কয়েক ঘণ্টা পর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু এখনও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিবকে নিয়ে অনিশ্চয়তা। লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোটে ফিরে যান তিনি। তারপর থেকেই ফাইনালে তার খেলা নিয়ে সংশয়।

বাংলাদেশের ইনিংসের ৩৫তম ওভারে ব্যাট করার সময় হঠাৎ ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন ফিজিও থিহান চন্দ্রমোহন। ফিজিওর প্রাথমিক সেবার খানিক পর হাফসেঞ্চুরি ছুঁয়েই ঝুঁকি এড়াতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন সাকিব।

টিম ম্যানেজমেন্ট থেকে সাকিবের এই চোটের ধরন গুরুতর নয় বলেই জানানো হয়েছে। যদিও সংবাদ সম্মেলনে সাকিবের এই চোটকে কিছুটা জটিল বলেছেন মাশরাফি, ‘সাকিবকে নিয়ে পরিস্থিতি একটু জটিল। ফাইনাল খেলা তার ওপরই নির্ভর করছে। এটা আসলে পৃথিবীর কোনও ডাক্তার-ফিজিওর পক্ষে সম্ভব নয় যে ২৪ ঘণ্টার মধ্যে কোনও ব্যথা কমিয়ে ফেলবে। চোট পাওয়া ক্রিকেটার কেমন অনুভব করছে, সেটার ওপরই নির্ভর করছে সব। এই কারণে সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।’

দুবাইয়ে গত এশিয়া কাপের ফাইনালেও সাকিব ইনজুরির কারণে খেলতে পারেননি। এবারও তাকে না পাওয়াটা দলের জন্য ভালো হবে না বললেন মাশরাফি, ‘সাকিবের থাকা কিংবা না থাকা ম্যাচ নির্ধারণ করে দিবে না। সাকিব বাংলাদেশের জন্য কী করে বা কত বড় ক্রিকেটার সবাই জানে। সাকিব যদি না খেলতে পারে, সেটা আমাদের জন্য ভালো খবর অবশ্যই নয়।’

শেষ পর্যন্ত সাকিব খেলতে না পারলেও তার বদলে যে সুযোগ পাবে, মাশরাফি তার ওপর আস্থা রাখছেন, ‘সাকিবকে ছাড়াও এই ম্যাচ জয়ের সামর্থ্য আমাদের আছে। এজন্যই সেরা ১৫ জনকে আনা হয়। আমি অধিনায়ক হিসেবে বলবো সাকিব না খেললে তার জায়গায় যে খেলবে, সেও পেশাদার এবং তারও সামর্থ্য আছে ভালো করার।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
ওষুধের দাম নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
মুশফিকদের বন্ধু ফুটবলার হীরকের অকস্মাৎ মৃত্যু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড