X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৯, ২০:১৩আপডেট : ২৭ মে ২০১৯, ২০:১৫

ইংল্যান্ডের সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জো রুট (বাঁমে) ও জেসন রয় ব্যাটিং-বোলিংয়ে দারুণ প্রস্তুতি হলো ইংল্যান্ডের। দ্য ওভালের বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচে আফগানিস্তানকে দাঁড়াতেই দেয়নি ইংলিশরা। বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৯ উইকেটে।

প্রস্তুতি ম্যাচে হার-জিত বড় ইস্যু নয়, খেলোয়াড়দের কার কী অবস্থা সেটাই দেখে নেওয়া হয়। ‍এরপরও বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ম-ম্যাচে হেরে যাওয়াটা ইংল্যান্ডের জন্য হতাশার তো বটেই! সোমবার সেই হতাশা কী চমৎকারভাবেই না কাটিয়ে উঠলো তারা আফগানিস্তানকে উড়িয়ে। আফগানদের ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট করে ইংলিশরা ১৭.৩ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে পায় দাপুটে জয়।

ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল আফগানিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গিয়েছিল বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। সোমবার ইংলিশরা ঘুরে দাঁড়িয়েছে, বিপরীতে সাফল্য ধরে রাখতে পারেনি আফগানরা।

ব্যাটিং ডুবিয়েছে আফগানিস্তানকে। জোফরা আর্চার ও জো রুটের চমৎকার বোলিংয়ে একেবারেই সুবিধা করতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া আর্চারের শিকার ৩ উইকেট, অন্যদিকে পার্ট-টাইম বোলার রুটও নিয়েছেন ৩ উইকেট। তাদের চমৎকার বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৪৪ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। এছাড়া ওপেনার নূর আলী জাদরান ৩০ ও শেষ ব্যাটসম্যান দৌলত জাদরান করেন ২০ রান।

মাত্র ১৬১ রানের লক্ষ্য কিছু মনেই করেননি ইংল্যান্ড। জেসন রয়ের ঝড়ো সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংসে ভর দিয়ে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। রয় মাত্র ৪৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় খেলেছেন হার না মানা ৮৯ রানের ইনিংস। তার সঙ্গে জয় নিশ্চিত করা জো রুট ৩৭ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ২৯ রানে।

মোহাম্মদ নবীর বলে একমাত্র ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া জনি বেয়ারস্টো করেন ৩৯ রান। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা