X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের চোখ ৫০০ রানে

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০১৯, ১৫:১০আপডেট : ২৯ মে ২০১৯, ১৫:৩৫

দুর্দান্ত এক সেঞ্চুরি করেন হোপ ওয়ানডেতে ৫০০ রান করা কি ছেলেখেলা ব্যাপার! মোটেও নয়। কিন্তু আজকাল ব্যাটসম্যানদের তাণ্ডব নতুন করে লক্ষ্য তৈরি করছে ক্রিকেটারদের মনে। শাই হোপ বিশ্বাস করেন, প্রথম ওয়ানডে দল হিসেবে ৫০০ রান করার যোগ্যতা আছে ওয়েস্ট ইন্ডিজের।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯১ রানের বড় জয়ের পথে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিস্টলে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৪২১ রান করেছে তারা। হোপ করেছেন সেঞ্চুরি। আর টি-টোয়েন্টি তারকা আন্দ্রে রাসেল ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। ক্রিস গেইল ও জেসন হোল্ডারও ছিলেন ব্যাট হাতে অনবদ্য। দারুণ এই ইনিংসের পর ৫০০ রান করার বিশ্বাস জন্মেছে তাদের।

বর্তমানে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ইংল্যান্ডের দখলে। গত বছর ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল তারা। ইংলিশরাও অভূতপূর্ব মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। এবার তাদের সঙ্গে যোগ দিলেন উইন্ডিজ ব্যাটসম্যান, ‘যেভাবেই হোক না কেন এই অর্জনের চেষ্টা আমরা অবশ্যই করতে পারি।’

সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী হোপ, ‘প্রথম দল হিসেবে ৫০০ রান অতিক্রম করা হবে দারুণ ব্যাপার। আমি নিশ্চিত আমাদের সেটা করার সামর্থ্য রয়েছে।’ মার্চ থেকে তিন সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। ইংল্যান্ডের কন্ডিশনে দারুণ এক সেঞ্চুরি করেই বিশ্বকাপে পা রাখতে যাচ্ছেন তিনি। আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে উইন্ডিজ।

এই ম্যাচের আগে বিধ্বংসী রাসেলের প্রশংসা করলেন হোপ, ‘সে (রাসেল) এক কথায় অসাধারণ এবং সে তো এমনই। রাসেলকে নিয়ে কী বলবো আমি সত্যিই জানি না। সে যখনই মারে, তখনই ছয় হয়। তাকে সতীর্থ হিসেবে পাওয়া আনন্দের।’ আইসিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ